তার ছেলেমেয়ে তখন ছিল সমুদ্রে৷ তাদের দিকে তেড়ে আসতে দেখলেন হাঙর! ভয়ে প্রাণ কেঁপে উঠল ড্যানিয়ালের৷ কী করবেন বুঝতে পারলেন না৷ চিৎকার করে ডাকলেন স্ত্রীকে৷ সন্তানদের জল থেকে উঠে আসার জন্যও শুরু হল চিৎকার৷ এ যেন একেবারে মৃত্যুর সঙ্গ সাক্ষাৎ! বাবা-মায়ের চিৎকারে তড়িঘড়ি জল থেকে উঠে আসে খুদেরা৷ পরে ভয়ঙ্কর এই ছবি ড্যানিয়াল নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন৷
advertisement
আরও পড়ুনলন্ডনের রাস্তায় ছুরি দিয়ে খুন আট মাসের গর্ভবতীকে, ঘটনাস্থলেই হল প্রসব
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে সপ্তাহখানেক পর ফ্লোরিডার বিচে হাঙরের মুখে পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷
Location :
First Published :
July 05, 2019 7:22 PM IST