বিশ্ব রাজনীতিতে চমক দিয়ে নেদারল্যান্ডস রোমানিয়ার হাতে ১৮টি F-16 ফাইটার জেট হস্তান্তর করেছে মাত্র ১ ইউরোতে, অর্থাৎ প্রায় ১০০ টাকায়। শুনতে হাস্যকর মনে হলেও, এটি একেবারে বাস্তব এবং এই সিদ্ধান্ত গোটা নেটো এবং ইউরোপীয় প্রতিরক্ষা সমীকরণে তোলপাড় ফেলে দিয়েছে।
মনোজিতের আর ছাড় নেই, ভয়ঙ্কর সেই ঘটনার সময় সঙ্গে কী ছিল তার? বাড়ি থেকে নিয়ে গেল পুলিশ
advertisement
১৬ পাক সেনা নিহত! পাকিস্তানের কনভয়ের উপর এভাবে হামলা করেছে ভারত? বড় অভিযোগ! সত্যিটা কী?
এই সিদ্ধান্ত কোনও সাধারণ উপহার নয়, বরং এক কৌশলগত প্রতিরক্ষা কূটনীতির মাস্টারস্ট্রোক। এর প্রভাব শুধু নেদারল্যান্ডস আর রোমানিয়াতেই সীমাবদ্ধ থাকবে না, বরং রাশিয়া, ইউক্রেন ও গোটা নেটো জোটেই এর প্রতিধ্বনি শোনা যাবে।
🛩️ F-16 যুদ্ধবিমান ও রোমানিয়ার ভূমিকা
এই যুদ্ধবিমান হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে, যেখানে রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইওনুট মোস্তেনেউ এবং প্রেসিডেন্ট নিকুসর দান চুক্তি স্বাক্ষর করেন। এই উদ্যোগ নেওয়া হয় নেটো বৈঠকের সময়।
এই ১৮টি জেট যুক্ত হওয়ার ফলে রোমানিয়ার বিমানবাহিনীর F-16 জেটের সংখ্যা দাঁড়াল ৭০-এরও বেশি। এই জেটগুলি রোমানিয়ার ফেটেস্তি (Fetesti) অঞ্চলে গঠিত একটি F-16 প্রশিক্ষণ কেন্দ্রে ব্যবহৃত হবে, যেখানে ইতিমধ্যেই ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ চলছে।
🎯 রোমানিয়াকে ঘিরে নতুন প্রতিরক্ষা কেন্দ্রের রূপরেখা
নেদারল্যান্ডসের অবসরপ্রাপ্ত এই জেটগুলোর দান রোমানিয়াকে নেটোর ‘নতুন এয়ার পাওয়ার হাব’ হিসেবে গড়ে তুলতে চলেছে। শুধু ইউক্রেন নয়, ভবিষ্যতে বুলগেরিয়া, স্লোভাকিয়া এবং মধ্যপ্রাচ্যের পাইলটদেরও এখানে প্রশিক্ষণ দেওয়া হবে।
রোমানিয়ার ভৌগোলিক অবস্থান—কালো সাগরের তীরবর্তী ও ইউক্রেন সীমান্ত সংলগ্ন—এই অঞ্চলকে বিশেষ কৌশলগত গুরুত্ব দেয়, বিশেষত ক্রাইমিয়ার কাছাকাছি হওয়ায় রাশিয়ার প্রতি একটি পরোক্ষ বার্তা পাঠানো হল।
🇳🇱 নেদারল্যান্ডসের কৌশলী লাভ
পুরনো জেটগুলো দিয়ে নেদারল্যান্ডস:
- রোমানিয়ার শক্তিবৃদ্ধি করল,
- NATO-তে নিজস্ব ভূমিকা আরও জোরালো করল,
- এবং আন্তর্জাতিক পরিসরে প্রতিরক্ষা কূটনীতির নজির গড়ল।
Romania Journal-এর রিপোর্ট অনুযায়ী, রোমানিয়া এই চুক্তির মাধ্যমে নিজেকে একটি আন্তর্জাতিক প্রতিরক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চলেছে। তারা ইতিমধ্যে নিজেদের জমি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করার প্রস্তাবও দিয়েছে।
📌 মূল দিকগুলো এক নজরে:
- ১৮টি F-16 জেট মাত্র ১ ইউরোয় রোমানিয়ার হাতে।
- রোমানিয়ায় তৈরি হচ্ছে NATO-র এয়ার ট্রেনিং হাব।
- রাশিয়ার উদ্দেশে কড়া কৌশলগত বার্তা।
- NATO-তে নেদারল্যান্ডসের মর্যাদা ও কৌশলগত অবস্থান আরও শক্ত।