পাকিস্তানি, বিশেষত পাক পুরুষদের একাংশ বলছেন, ওই অভিনেত্রীর লজ্জা হওয়া উচিত এমন পোশাক পরার জন্য। এমনকী সোশ্যাল মিডিয়াতেই ওই অভিনেত্রীকে লক্ষ্য করে চলছে গালিগালাজ। তাদের অভিযোগ, ইসরা বিলজিক এই বিজ্ঞাপনের মাধ্যমে নগ্নতা প্রচার করতে চাইছেন! কেউ কেউ লিখেছেন, ''এভাবে ব্রা পরে দেখলে আরতুগ্রুল ভাই (সিরিয়ালের নায়ক) আপনাকে চড় মারবে।'' একজন লিখেছেন, ''আপনার যদি টাকার প্রয়োজন হয় তাহলে পাকিস্তানের কাছে চেয়ে নিন, কিন্তু এভাবে ইসলামিক সংস্কৃতিকে ধ্বংস করবেন না।''
আরও পড়ুন: শিক্ষিকার ১২ লক্ষ বকেয়া বেতন মেটাবে প্রধান শিক্ষক! বেনজির রায় হাই কোর্টের, কিন্তু কেন?
প্রসঙ্গত, ভিক্টোরিয়া সিক্রেট-এর নতুন কালেকশন ‘লাভ ক্লাউডের’ প্রচারে বিলজিক ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। বিজ্ঞাপনটি আপলোড করার সঙ্গেসঙ্গেই পাকিস্তানিদের একাংশ প্রতিবাদ জানাতে থাকেন। অনেক আবার ক্ষোভে ফেটে পড়ে বলছেন, তুর্কি অভিনেত্রী তাদের অনুভূতির সঙ্গে খেলেছে। অনেকেই আবার অভিনেত্রীকে রীতিমত হুমকিও দিচ্ছেন প্রকাশ্যে।
আরও পড়ুন: রাজ্যের উপর দুটি নিম্নচাপ, আচমকাই বদলে যাবে বাংলার আবহাওয়া? যা বলছে হাওয়া অফিস...
এবারই অবশ্য প্রথম নয়, বিলজিক এমন সমালোচনার মুখোমুখি আগেও হয়েছেন। গত বছরও এভাবেই মৌলবাদীদের অগ্নিচক্ষু দেখতে হয়েছিল তাকে। তিনি অবশ্য এসবের তোয়াক্কা করেন না। তাঁর কথায়, ''পোশাক নিয়ে যাদের সমস্যা আছে তারা আমাকে অনুসরণ করবেন না।''