TRENDING:

Viral: জাতিবিদ্বেষী দুষ্কৃতীকে লাঠির আঘাতে হাসপাতালে পাঠালেন বৃদ্ধা, ভাইরাল ভিডিওয় ক্ষোভ বিশ্ব জুড়ে

Last Updated:

সান ফ্রান্সিসকোয় ৭৫ বছরের এক এশিয়ান বৃদ্ধার উপরে আক্রমণের ঘটনা নতুন করে বিক্ষোভের পরিবেশ তৈরি করেছে সারা বিশ্বে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সান ফ্রান্সিসকো: প্রেসিডেন্ট জো বিডেন (Joe Biden) বলেছিলেন যে তাঁর আমলে ইউনাইটেড নেশনস এক শান্তিপূর্ণ দেশে পরিণত হবে। অথচ এখনও আমেরিকার আকাশের ইতিউতি জাতিবিদ্বেষের মেঘ বেশ জাঁকিয়ে বসে আছে। সম্প্রতি সেই বিদ্বেষের মুখে পড়েছেন এশিয়ানরা। গত সপ্তাহেই জর্জিয়ার আটলান্টায় দুষ্কৃতীর গুলিতে প্রাণ হারিয়েছেন ৮ জন এশিয়ান। তার পরেই সান ফ্রান্সিসকোয় ৭৫ বছরের এক এশিয়ান বৃদ্ধার উপরে আক্রমণের ঘটনা নতুন করে বিক্ষোভের পরিবেশ তৈরি করেছে সারা বিশ্বে।
advertisement

জানা গিয়েছে যে সম্প্রতি জিয়াও জেন জাই নামের এই চিনা বৃদ্ধা কোনও একটা কাজে পথে বেরিয়েছিলেন। রাস্তা পার হওয়ার আগে তিনি দাঁড়িয়েছিলেন এক জায়গায়। তাঁর পাশেই দাঁড়িয়ে ছিল ওই দুষ্কৃতী। আচমকাই সে জাইয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে তাঁকে পেটাতে শুরু করে দেয়। ওয়াকিং স্টিক দিয়ে ঠেঙিয়ে সেই আক্রমণ সৌভাগ্যবশত প্রতিহত করতে পেরেছেন জাই। ওই দুষ্কৃতীকেই লাঠির ঘায়ে আহত করে হাসপাতালে পাঠিয়েছেন তিনি।

advertisement

কিন্তু জাই নিজেও গুরুতর ভাবে শারীরিক চোট পেয়েছেন। ভিডিওয় স্পষ্ট দেখা যাচ্ছে যে তাঁর চোখ ফুলে গিয়েছে, চোখ থেকে রক্তও বেরিয়ে এসেছে মার খেয়ে! পুলিশকর্মীরা তাঁকে ঠেকিয়ে রাখলেও সরবে কেঁদে উঠেছেন বৃদ্ধা এই অমানবিক আচরণের সম্মুখীন হয়ে। তাঁর নাতি জন চেনসেট এই বিষয়ে জানিয়েছেন যে জাই একজন ক্যানসার সারভাইভার, বিগত বছর দশেক ধরে ডায়াবেটিসের সমস্যাতেও ভুগছেন তিনি। ফলে, তাঁর চোখ থেকে রক্ত পড়া সহজে বন্ধ হচ্ছিল না।

advertisement

জন আরও জানিয়েছেন যে বেশ কিছু শারীরিক সমস্যার জন্য এই আঘাতের পরে জাইয়ের চিকিৎসা বেশ ব্যয়বহুল হয়ে পড়েছিল। উপায় না দেখে শেষ পর্যন্ত তিনি সোশ্যাল মিডিয়ায় হাত পাততে বাধ্য হন। জাইয়ের সমস্ত রিপোর্ট সেখানে তুলে ধরেন তিনি, GoFundMe-এ একটি অ্যাকাউন্টও খোলেন টাকা সংগ্রহের জন্য। তবে যে ভাবে সংবাদমাধ্যমে জাইয়ের আক্রান্ত হওয়ার ঘটনার ফুটেজ উঠে এসেছে, তাতে জনকে কেউ সন্দেহ করেননি। বরং সবাই বেশ উদার হাতে নিজেদের সাধ্যমতো অনুদান দিয়েছেন বৃদ্ধার চিকিৎসার খরচ চালিয়ে যাওয়ার জন্য।

advertisement

জানা গিয়েছে যে বর্তমানে জাইয়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, একটু একটু করে সেরে উঠছেন তিনি। কিন্তু এই আচরণ যে মানবিকতার উপরে তাঁর বিশ্বাসে অনেকটা ধাক্কা দিয়েছে, সেটাও জানাতে ভোলেননি বৃদ্ধা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Written By: Anirban Chaudhury

বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral: জাতিবিদ্বেষী দুষ্কৃতীকে লাঠির আঘাতে হাসপাতালে পাঠালেন বৃদ্ধা, ভাইরাল ভিডিওয় ক্ষোভ বিশ্ব জুড়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল