ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আচেহ প্রদেশের সিংকিল শহরের ৪৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, ৪৮ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় অনুযায়ী ভোর সাড়ে ৬টার দিকে ভূমিকম্পের কম্পণ অনুভূত হয়। ইন্দোনেশিয়ান সংস্থা AJC থেকে হতাহতের বা বড় ক্ষয়ক্ষতির কোনও তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
মাত্র কয়েকদিন আগেই জানুয়ারির ১০ তারিখ ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে কম্পণের মাত্রা ৭.৬। ইউএসজিএস জানিয়েছে, সেই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইন্দোনেশিয়ান দ্বীপ অ্যাম্বোনের দক্ষিণে ৪২৭ কিলোমিটার দক্ষিণে ৯৫ কিলোমিটার গভীরে। সেই ভূমিকম্পে বড় কোনও ক্ষয়ক্ষতি না হলেও কম্পণের জেরে প্রবল আতঙ্ক ছড়িয়ে যায় সাধারণ মানুষের মধ্যে।
advertisement
২০২২ সালে ২১ নভেম্বর ইন্দোনেশিয়ার জাভাতে প্রবল ভূমিকম্প হয়। তথ্য অনুযায়ী, মৃত্যু হয় অন্তত ৬০২ জনের। নিহতদের অধিকাংশই ভবন ধসে বা ভূমিধসের কারণে মারা যান।
আরও পড়ুন, ফের নামছে তাপমাত্রা, একাধিক জায়গায় ফিরবে ভীষণ ঠান্ডা, রইল কলকাতার ওয়েদার আপডেট
আরও পড়ুন, 'তখনও দুজন বেঁচে ছিল'! ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন প্রত্যক্ষদর্শী, প্রশ্নের মুখে 'চিনের' তৈরি বিমানবন্দর
সুলাওয়েসিতে ২০১৮ সালের ভূমিকম্প এবং সুনামির পর এটি ইন্দোনেশিয়ার সবচেয়ে মারাত্মক ভূমিকম্প ছিল। প্রশান্ত মহাসাগরীয় 'রিং অফ ফায়ার'-এ অবস্থানের কারণে ইন্দোনেশিয়া ঘন ঘন ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কার্যকলাপ হয়।