আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে। রবিবার মধ্যরাতে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩, জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। যদিও আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, কম্পনের মাত্রা ছিল ৬। এর পর ভূমিকম্প পরবর্তী কম্পনে বেশ কয়েক বার কেঁপে ওঠে আফগানিস্তান। তার মধ্যে অন্তত দু’টি কম্পনের মাত্রা ছিল ৫। এর ফলে পাকিস্তানের বেশ কিছু এলাকা, ভারতের জম্মু ও কাশ্মীর এবং দিল্লির আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
advertisement
পূর্ব আফগানিস্তানের এই ভূমিকম্পে ৯ জন মারা গিয়েছেন এবং ১০০ জনের বেশি আহত বলে প্রাথমিকভাবে খবর। আফগানিস্তানের কাবুল এবং পাকিস্তানের ইসলামাবাদের বাড়িগুলি কেঁপে উঠেছে।
ঘটনাস্থলের খুব কাছে মাজার ভ্যালিতে উদ্ধারকারী টিম পৌঁছেছে। সেখান থেকে আহতদের প্রয়োজনে এয়ার লিফট করে কাবুলে আনার চেষ্টা হচ্ছে।
এর আগে ২০২২ সালে পূর্ব আফগানিস্তানে ভূমিকম্পে ১০০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন ৩০০০ মানুষ আহত হয়েছিলেন। সেবার ভূমিকম্পের রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৯। এবার তার থেকে সামান্য বেশি রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬ এবং তারপর আরও চারটি আফটার শক হয়েছে।