NSC টুইট করেছে যে এর আগে ৩রা মে আফগানিস্তানে রিখটার স্কেলে ৫.২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এনসিএস অনুসারে, ভূমিকম্পটি ১৬৯ কিলোমিটার গভীরতায় হয়েছিল। বিকেল ৩.২১ মিনিটে এই ভূমিকম্প হয়। মাত্র ৪ দিন আগেই বাংলাদেশেও ভূমিকম্প অনুভূত হয়েছিল।
বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ৫৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৯। তবে ইউএসজিএস-র তথ্যানুযায়ী, রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৩।
advertisement
ভূমিকম্পের উপকেন্দ্র ঢাকার দোহার থেকে ১৪.২ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে, ঢাকার আজিমপুর থেকে ২৩.৪ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে এবং নারায়ণগঞ্জ থেকে ২৪.৭ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
আরও পড়ুন, কোথায় ঘূর্ণিঝড় মোকা! তীব্র গরমে পুড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, রইল আবহাওয়ার আপডেট
আরও পড়ুন, রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় অমিত শাহ! ঠাসা কর্মসূচি জোড়াসাঁকো থেকে বনগাঁ
এর আগে এপ্রিলের ১৭ তারিখ ভূমিকম্প অনুভূত হয়েছিল অসমে। বিকেল ৪ টে বেজে ৫২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় অসমের গুয়াহাটিতে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৭। পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভূটানেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎস স্থল অসমের গুয়াহাটি থেকে ১৮ কিলোমিটার দূরে।