TRENDING:

লকডাউনে ৮০ কোটি মানুষকে খাদ্যশস্য দিয়েছিলেন মোদি, দোহায় উপরাষ্ট্রপতি ধনখড়

Last Updated:

কাতারে বিশ্বকাপের উদ্বোধনে উপস্থিত ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাতার: কাতারে বিশ্বকাপের উদ্বোধনে উপস্থিত ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। রবিবার তাঁকে দেখা যায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলি থানি ও অন্যান্য অতিথিদের সঙ্গে। বিশ্বকাপের উদ্বোধনে ভারতের প্রতিনিধি হিসেবেই আমন্ত্রিত ছিলেন তিনি। ২০ তারিখ ২ দিনের জন্য দোহায় এসেছিলেন উপরাষ্ট্রপতি। উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও কাতারের প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করেন ধনকড়। বিশ্বকাপ উদ্বোধনের অনুষ্ঠানে তিনি বলেন,  '' লকডাউনের সময় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন, ৮০ কোটির বেশি দেশাবাসীকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে। ২০২০ সালের ১ এপ্রিল এই স্কিমটি শুরু হয়, এখনও চলছে।''
advertisement

ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনো এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাখের সঙ্গেও দেখা করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আরও বিশ্বনেতাদের সঙ্গেও দেখা করেন তিনি। ধনখড়ের সফরের আগে বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছিল, ‘বিশ্বকাপে ভারতীয়দের ভূমিকা এবং সমর্থনের স্বীকৃতি এই সফর। তাই উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে দুই দেশের তরফে আরও বলা হয়, ‘বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তা, প্রতিরক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে বহুমুখী অংশীদারিত্ব রয়েছে ভারত ও কাতারের। দুই দেশই ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে।’

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
লকডাউনে ৮০ কোটি মানুষকে খাদ্যশস্য দিয়েছিলেন মোদি, দোহায় উপরাষ্ট্রপতি ধনখড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল