আগামী ২৩ জুন থেকে ভারতের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়া থেকেও বিমান চলাচল ফের শুরু করছে বিশ্বের অন্যতম সেরা এই বিমানসংস্থা ৷ এমিরেটসের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয় সরকারের পক্ষ থেকে বেশ কিছু বিধিনিষেধ-সহ ভারত, দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়াতে পুনরায় বিমান পরিষেবা চালু করার সবুজ সঙ্কেত মিলেছে ৷ যে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এমিরেটস ৷
advertisement
গাল্ফ নিউজে প্রকাশিত খবর অনুযায়ী, ভারত থেকে শুধুমাত্র সেই সমস্ত যাত্রীরাই দুবাই যেতে পারবেন, যাঁদের সংযুক্ত আরব আমিরশাহীর দ্বারা মনোনিত কোভিড ভ্যাকসিনের দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে ৷ এবং যাদের কাছে আমিরশাহীতে থাকার বৈধ রেসিডেন্স ভিসা রয়েছে ৷ পাশাপাশি বিমানে চড়ার সময় যাত্রীদের কোভিড আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাত হবে ৷ যা ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট হতে হবে ৷ এই কাগজপত্রগুলি না থাকলে কোনও যাত্রীকেই দুবাইগামী বিমানে চড়ার অনুমতি দেওয়া হবে না ৷ এর আগে ৬ জুলাই, ২০২১ পর্যন্ত ভারতে বিমান চলাচল বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল এমিরেটস ৷ কিন্তু ডিপ্লোম্যাটস, আমিরশাহীর নাগরিক এবং ইউএই গোল্ডেন ভিসা যাঁদের কাছে রয়েছে, সেই সব যাত্রীদের জন্যই বিমান পরিষেবা ভারতে পুনরায় চালু করছে এমিরেটস ৷ এমনটাই জানানো হয়েছে বিমানসংস্থার তরফে ৷