TRENDING:

চলছে রমজান, দুবাইতে দিনের বেলাতেও মিলছে মদ !

Last Updated:

পশ্চিম এশিয়ার এই দেশে বিশেষত দুবাইতে বিদেশি পর্যটকদের কথা ভেবেই মদ বিক্রিতে ছাড় দেওয়া হল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: দিনের বেলাতেও এখন মদ পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরশাহীতে ! হ্যাঁ, নিশ্চয় অবাক হচ্ছেন এটা ভেবে যে রমজানের সময়ও এটা কী করে সম্ভব হচ্ছে ? আসলে পশ্চিম এশিয়ার এই দেশে বিশেষত দুবাইতে বিদেশি পর্যটকদের কথা ভেবেই মদ বিক্রির উপর ছাড় দেওয়া হয়েছে ৷ রমজানের সময় দিনের বেলাতেও আরব দেশে মদ বিক্রি হচ্ছে, এই ছবি আগে হয়তো কল্পনাও করা যেত না ৷
advertisement

এক বোতল বিয়ার বা এক গ্লাস ওয়াইন পাওয়ার জন্য পর্যটকদের আগে অপেক্ষা করতে হতো সন্ধে গড়ানো পর্যন্ত। কিন্তু এ বছর রমজানের আগেই সেই নিয়ম শিথিল করে দেওয়া হল। ইতিমধ্যেই নতুন নিয়ম জানিয়ে দুবাইয়ের পর্যটন এবং বাণিজ্য দফতরের তরফে দুবাইয়ের হোটেলগুলির ম্যানেজারদের কাছেও নোটিস পাঠিয়ে দেওয়া হয়েছে।

দুবাই বিশ্ব পর্যটনের মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ নাম ৷ দেশ-বিদেশ থেকে এখানে সারা বছরই পর্যটকরা বেড়াতে আসেন ৷ চাকরি বা ব্যবসার জন্যও এদেশে ভিড় জমাচ্ছেন বহু মানুষ ৷ আরও বেশি সংখ্যক পর্যটক যাতে দুবাইয়ে আসেন, তা নিশ্চিত করাটাই আমিরশাহী সরকারের এখন মূল লক্ষ্য। দুবাই যে একটি বিশ্বমানের পর্যটন কেন্দ্র, সেটাই ফের মনে করিয়ে দিতে চান তাঁরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

তবে একইসঙ্গে রমজানের পবিত্রতা সম্পর্কেও পর্যটকদের সচেতন করা হবে ৷ নিয়মকানুন মেনে চলার ব্যাপারেও  প্রত্যেকের কাছে আবেদন করা হবে বলে সংবাদসংস্থা সূত্রে খবর ৷ আগামী ঈদে অন্তত ১০ লক্ষ পর্যটক দুবাইয়ে আসবেন। তাঁদের কথা ভেবেই এই সিদ্ধান্ত।

বাংলা খবর/ খবর/বিদেশ/
চলছে রমজান, দুবাইতে দিনের বেলাতেও মিলছে মদ !