TRENDING:

Dubai Marina Fire Accident: দুবাই-এর অত্যাধুনিক বহুতলে বিধ্বংসী আগুন, বিরাট ক্ষতির আশঙ্কা! নিরাপদে ৩,৮২০ জন বাসিন্দা...

Last Updated:

Dubai Marina Fire Accident: দুবাইয়ের মেরিনায় অবস্থিত ৬৭ তলা টাইগার টাওয়ারে শুক্রবার রাত ৯.৩০টা নাগাদ ভয়াবহ আগুন লাগে। দমকল ও সিভিল ডিফেন্সের প্রচেষ্টায় ৩,৮২০ বাসিন্দাকে নিরাপদে সরানো হয়েছে। বিস্তারিত জানুন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবাই: শুক্রবার রাতের দিকে দুবাইয়ের ব্যস্ততম আবাসন এলাকা মারিনায় অবস্থিত ৬৭ তলা টাইগার টাওয়ারে (Marina Pinnacle) এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত প্রায় ৯.৩০টার সময় ভবনের উপরের তলাগুলিতে আগুন দেখা যায়। মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, ছুটে আসেন দমকল ও বিপর্যয় মোকাবিলা কর্মীরা।
দুবাই-এর অত্যাধুনিক বহুতলে বিধ্বংসী আগুন, বিরাট ক্ষতির আশঙ্কা! নিরাপদে ৩,৮২০ জন বাসিন্দা...Image - The National
দুবাই-এর অত্যাধুনিক বহুতলে বিধ্বংসী আগুন, বিরাট ক্ষতির আশঙ্কা! নিরাপদে ৩,৮২০ জন বাসিন্দা...Image - The National
advertisement

দুবাই সিভিল ডিফেন্স জানিয়েছে, শনিবার ভোর পর্যন্ত (প্রায় ২.৩০টা) আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রচেষ্টা চালানো হয়। ভবনের ৭৬৪টি অ্যাপার্টমেন্ট থেকে ৩,৮২০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কোনও হতাহতের খবর নেই, যা অত্যন্ত আশাব্যঞ্জক।

আরও পড়ুন: ভয়ঙ্কর কাণ্ড, ইরানে পরপর বিমান হামলা ইজরায়েলের! তেহরানে ছয় পরমাণু বিজ্ঞানীর মৃত্যু, মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা…

advertisement

দুবাই মিডিয়া অফিস টুইটে জানিয়েছে, “সকল বাসিন্দাকে সফলভাবে সরিয়ে নেওয়া হয়েছে, এবং কারোর কোনও আঘাত হয়নি। দমকল কর্মীরা এখনও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।”

টাইগার টাওয়ার দুবাইয়ের অন্যতম উঁচু আবাসিক ভবন। ভবনের উচ্চ তলায় আগুন লাগায় দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। আগুনে ভবনের একাধিক তলার জানালা ভেঙে পড়ে, ক্ষয়ক্ষতি হয়েছে।

advertisement

ঘটনাস্থলে উপস্থিত রয়েছে অ্যাম্বুলেন্স ও মেডিক্যাল টিম। বাসিন্দাদের শারীরিক চিকি‍ৎসার পাশাপাশি মানসিক সহায়তা দেওয়া হচ্ছে। শিশু ও বয়স্কদের জন্য বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: অবৈধ অভিবাসন নিয়ে উত্তাল আমেরিকা, লস অ্যাঞ্জেলেসে কারফিউ! হিংসার আগুন ছুঁয়ে ফেলল শিকাগো, ওয়াশিংটন, ট্রাম্প বললেন, ‘বিদেশি শত্রুর হামলা…’

আগুনের কারণ কী? এই মুহূর্তে আগুন লাগার কারণ নিশ্চিত নয়। প্রাথমিকভাবে অনুমান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ছড়িয়েছে। তদন্ত চলছে।

advertisement

এই ভয়াবহ ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে উচ্চ ভবনে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কতটা পর্যাপ্ত। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা রোধে নতুন করে নিরাপত্তা পর্যালোচনা করা হবে।

এই ঘটনার ভিডিও ও ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Dubai Marina Fire Accident: দুবাই-এর অত্যাধুনিক বহুতলে বিধ্বংসী আগুন, বিরাট ক্ষতির আশঙ্কা! নিরাপদে ৩,৮২০ জন বাসিন্দা...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল