নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই আনন্দের খবর ভাগ করে নিয়েছেন স্বয়ং যুবরাজ। ঈশ্বরের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়ে তিনি লিখেছেন, “হে ঈশ্বর, ওকে আপনার ভালবাসায় ভরা হৃদয় দান করুন। আর এমন ভাষা ওকে দারুণ করুন, যা সব সময় আপনাকে স্মরণ করবে। সেই সঙ্গে আপনি আপনার আলো আর পথ প্রর্শনের মাধ্যমে ওকে বেড়ে উঠতে সাহায্য করুন। আর সুস্বাস্থ্য এবং কল্যাণে ভরিয়ে তুলুন।”
advertisement
সদ্যোজাত কন্যার নাম হিন্দ রাখার মাধ্যমে শেখ হামদানের মা শেখা হিন্দ বিন্ত মাকতুমকে শ্রদ্ধা জানানো হয়েছে। যিনি দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতুমের স্ত্রী। কিন্তু এই হিন্দ নামের আসল অর্থ কী? আরব এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে যুগের পর যুগ ধরে ‘হিন্দ’ নামের তাৎপর্য গভীর। এই ‘হিন্দ’ শব্দের মধ্যেই প্রতিফলিত হয় শক্তি বা ক্ষমতা, প্রাচুর্য এবং ঐতিহ্য। শুধু তা-ই নয়, সম্পদ, সমৃদ্ধি এবং নমনীয়তাও প্রতীক এই শব্দটি। ঐতিহাসিক দিক থেকে দেখতে গেলে কন্যাসন্তানদের জন্য খুবই জনপ্রিয় নাম এটি।
প্রসঙ্গত ২০১৯ সালে শেখা শেখা বিন্ত সঈদ বিন থানি আল মাকতুমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শেখ হামদান। এরপর ২০২১ সালের মে মাসে শেখ হামদান এবং তাঁর স্ত্রীর কোল আলো করে জন্ম নিয়েছিল তাঁদের যমজ সন্তান রশিদ এবং শইখা। এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করে তাঁদের পুত্র মহম্মদ। এবার আবারও রাজপরিবারে নতুন সদস্যের আগমন ঘটল।
কে এই শেখ হামদান?
সেই ২০০৮ সাল থেকে দুবাইয়ের যুবরাজ হিসেবে অধিষ্ঠিত রয়েছেন শেখ হামদান। শুধু তা-ই নয়, তিনি সংযুক্ত আরব আমিরশাহির উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীরও দায়িত্ব সামলান। শেখ হামদান আসলে দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রশিদ রশিদ মাকতুম এবং শেখা হিন্দ বিন্ত মাকতুম বিন জুমা আল মাকতুমের দ্বিতীয় পুত্রসন্তান।
রাজপরিবারের কর্তব্যপালন ছাড়াও রোমাঞ্চ এবং ফিটনেসের প্রতি গভীর অনুরাগ রয়েছে শেখ হামদানের। সম্প্রতি তিনি পুত্র রশিদকে প্রশিক্ষণ দেওয়া সংক্রান্ত বিষয়ে একটি পোস্টও ভাগ করে নিয়েছেন।