আরও পড়ুন: রহস্যজনক ভাবে পৃথিবীর কক্ষপথ ত্যাগ করল 'জ্বলন্ত গ্রহাণু'! রেহাই কি মিলল?
পাকিস্তানের আকাশে দেখা মিলেছে এক ড্রাগনের! নেটিজেনরা ঠাট্টা করে বলছেন, চিন থেকেই উড়তে উড়তে ড্রাগন পৌঁছেছে পাকিস্তানে (Dragon Seen Flying)! HUNTER IMRAN YT নামের একটি ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও শেয়ার হয়, যেখানে দেখা যাচ্ছে আকাশে উড়ছে ড্রাগন! ভিডিওটি দেখে নিজের চোখকে সত্যিই-ই বিশ্বাস করতে পারবেন না! নীল-স্বচ্ছ আকাশ দিয়ে উড়ে আসছে একটি ড্রাগন। ভিডিওটি পোস্ট করে ইউটিউবার ক্যাপশনে লিখেছেন, '' Real dragon of Pakistan''
advertisement
দেখুন সেই ভিডিও--
ভিডিওটি দেখতে নেটিজেনরা হামলে পড়েছে! কেউ কেউ বলছেন, '' সত্যিই তবে ড্রাগন আছে'', কেউ বা বলছেন, '' এটি নির্ঘাৎ ঘুড়ি'', কারও বা মত, '' সেরা অ্যানিমেশন''! তর্ক-বিতর্ক চলছে, কিন্তু কেউ মন থেকে হলফ করে বলতে পারছেন না, ড্রাগন নেই! এই ভিডিওটি পোস্ট করা হয় এক বছর আগে! সেই সময়ও ভিডিওটার ভিউ কিছুক্ষণের মধ্যেই ১ লক্ষ ৭৪ হাজার ছাড়িয়েছিল! এক বছর বাদেও ফের ঘুরে-ফিরে এসেছে ড্রাগন চর্চা! ফের শুরু হয়েছে ড্রাগনের অস্তিত্ব নিয়ে তর্ক-বিতর্ক, কাজেই ফের একবার ভাইরাল ড্রাগনের ভিডিও!