TRENDING:

Dragon Ball Creator Died: হঠাৎ করেই চলে গেলেন Dragon Ball-এর স্রষ্টা! সামনে এল মৃত্যুর আসল কারণ...অ্যানিমেশন দুনিয়ায় শোকের ছায়া

Last Updated:

প্রায় ৪৫ বছরের শিল্পী জীবনে তাঁর হাত এবং মস্তিষ্ক জাপানের অ্যানিমেশন দুনিয়ার বহু চরিত্রেরই জন্ম দিয়েছে৷ যেগুলি বারবার আদৃত হয়েছে সারা বিশ্বের অ্যানিমেশন প্রেমী মানুষদের কাছে৷ বিবৃতিতে জনানো হয়েছে, ‘আমরা আশা করব, টোরিইয়ামার সৃষ্টি বহুদিন ধরে মানুষের মনে নিজের জায়গা ধরে রাখুক৷’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জাপান: গোকু, পিকোলো, বুলমা..জেনো৷ এমনই হাজারো চরিত্র আর তাদের অদ্ভুত দুনিয়া নিয়ে তৈরি হয়েছিল বহুল জনপ্রিয় কার্টুন ড্রামা ড্রাগন বল, আর পরবর্তী কালে, ড্রাগন বল Z, স্যান্ড ল্যান্ড৷ যে স্রষ্টার হাত থেকে তৈরি হয়েছিল এই গোকু, পিকোলো, বুলমা..আজ তা থেমে গেল চিরতরে৷ বিবৃতি জারি করে জানানো হল, ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ড্রাগন বল-এর স্রষ্টা আকিরা টোরিইয়ামা৷ তাঁর এই অকস্মাৎ মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে ড্রাগন বল ফ্র্যাঞ্চাইজি এবং অ্যানিমে কমিউনিটির সদস্য এবং ফ্যানেদের মধ্যে৷
advertisement

শুক্রবার ‘ড্রাগন বল অফিশিয়াল’ পেজের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে জানানো হয়, ‘ড্রাগন বল মাঙ্গা আকিরা টোরিইয়ামা গত ১ মার্চ আমাদের ছেড়ে চলে গিয়েছেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর৷ সম্প্রতি অ্যাকিইউট সাবডিইরাল হিমাটোমায় (এক ধরনের ব্লাড ক্যানসার) আক্রান্ত হয়েছিলেন তিনি৷ সেই রোগই তাঁর প্রাণ কেড়ে নিল৷’

প্রায় ৪৫ বছরের শিল্পী জীবনে তাঁর হাত এবং মস্তিষ্ক জাপানের অ্যানিমেশন দুনিয়ার বহু চরিত্রেরই জন্ম দিয়েছে৷ যেগুলি বারবার আদৃত হয়েছে সারা বিশ্বের অ্যানিমেশন প্রেমী মানুষদের কাছে৷ বিবৃতিতে জনানো হয়েছে, ‘আমরা আশা করব, টোরিইয়ামার সৃষ্টি বহুদিন ধরে মানুষের মনে নিজের জায়গা ধরে রাখুক৷’

advertisement

আকিরা টোরিইয়ামার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভক্তেরাও৷ X-এ একাধিক পোস্টে তাঁরা জানিয়েছেন, ‘আকিরা টোরিইয়ামা, শান্তিতে বিশ্রাম নিন, আপনাকে আমরা সবসময় মিস করব’৷ একজন ভক্ত লিখেছেন, ‘আপনি কিংবদন্তি ছিলেন। আপনাকে ধন্যবাদ৷ শান্তিতে বিশ্রাম নিন ❤️’ ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

আরেক ভক্ত লিখেছেন, ‘এই মানুষটি কিংবদন্তি ছিলেন, সত্যিই এমন এক প্রতিভা যা অনেকের জীবনকে প্রভাবিত করেছিল। তাঁর মৃত্যুতে আমি হতবাক ও বিস্মিত৷ এই ঘটনা অত্যন্ত দুঃখজনক, আমার বিশ্বাস, তাঁর উত্তরাধিকার হাজার হাজার বছর ধরে বেঁচে থাকবে৷’

বাংলা খবর/ খবর/বিদেশ/
Dragon Ball Creator Died: হঠাৎ করেই চলে গেলেন Dragon Ball-এর স্রষ্টা! সামনে এল মৃত্যুর আসল কারণ...অ্যানিমেশন দুনিয়ায় শোকের ছায়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল