শুক্রবার ‘ড্রাগন বল অফিশিয়াল’ পেজের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে জানানো হয়, ‘ড্রাগন বল মাঙ্গা আকিরা টোরিইয়ামা গত ১ মার্চ আমাদের ছেড়ে চলে গিয়েছেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর৷ সম্প্রতি অ্যাকিইউট সাবডিইরাল হিমাটোমায় (এক ধরনের ব্লাড ক্যানসার) আক্রান্ত হয়েছিলেন তিনি৷ সেই রোগই তাঁর প্রাণ কেড়ে নিল৷’
প্রায় ৪৫ বছরের শিল্পী জীবনে তাঁর হাত এবং মস্তিষ্ক জাপানের অ্যানিমেশন দুনিয়ার বহু চরিত্রেরই জন্ম দিয়েছে৷ যেগুলি বারবার আদৃত হয়েছে সারা বিশ্বের অ্যানিমেশন প্রেমী মানুষদের কাছে৷ বিবৃতিতে জনানো হয়েছে, ‘আমরা আশা করব, টোরিইয়ামার সৃষ্টি বহুদিন ধরে মানুষের মনে নিজের জায়গা ধরে রাখুক৷’
advertisement
আকিরা টোরিইয়ামার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভক্তেরাও৷ X-এ একাধিক পোস্টে তাঁরা জানিয়েছেন, ‘আকিরা টোরিইয়ামা, শান্তিতে বিশ্রাম নিন, আপনাকে আমরা সবসময় মিস করব’৷ একজন ভক্ত লিখেছেন, ‘আপনি কিংবদন্তি ছিলেন। আপনাকে ধন্যবাদ৷ শান্তিতে বিশ্রাম নিন ❤️’ ।
আরেক ভক্ত লিখেছেন, ‘এই মানুষটি কিংবদন্তি ছিলেন, সত্যিই এমন এক প্রতিভা যা অনেকের জীবনকে প্রভাবিত করেছিল। তাঁর মৃত্যুতে আমি হতবাক ও বিস্মিত৷ এই ঘটনা অত্যন্ত দুঃখজনক, আমার বিশ্বাস, তাঁর উত্তরাধিকার হাজার হাজার বছর ধরে বেঁচে থাকবে৷’