ডোনাল্ড ট্রাম্পের ফের মার্কিন প্রেসিডেন্ট পদে জয়ের পিছনে বড় জয় নিয়েছিল বন্ধু ইলন মাস্কের সমর্থন৷ কিন্তু সম্প্রতি রিপাবালিকানদের সমর্থনে ট্রাম্প সরকারের আনা নতুন প্রস্তাবিত আইন নিয়েই মাস্কের সঙ্গে ট্রাম্পের সংঘাতের সূতপাত৷ যা কয়েকদিনের মধ্যে চরম আকার ধারণ করে৷
আরও পড়ুন: সরব হয়েছেন মাস্ক, ট্রাম্পের ‘বিউটিফুল বিল’-এ সর্বনাশ ভারতেরও, হাতছাড়া হবে কোটি কোটি ডলার!
advertisement
শনিবার ট্রাম্প মাস্ককে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মাস্ক যদি সত্যিই শেষ পর্যন্ত ডেমোক্র্যাটদের আর্থিক সাহায্য করেন, তাহলে তার ফল খুব খারাপ হবে৷ ট্রাম্প বলেন, যদি উনি এটাই করেন, তাহল এর মূল্য ওঁকে চোকাতে হবেই৷ যদিও মাস্কের বিরুদ্ধ কোন ধরনের পদক্ষেপ করা হতে পারে, সে বিষয়ে মুখ খোলেননি মার্কিন প্রেসিডেন্ট৷
টেসলা এবং স্পেসএক্স-এর সিইও মাস্ক-এর সঙ্গে তাঁর সম্পর্ক আর শুধরোবে না বলেও ওই সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন ট্রাম্প৷ শুধু তাই নয়, তাঁদের সম্পর্ক শেষ কি না প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমারও তাই মনে হয়৷ এমন কি, তিনি মাস্ক-এর সঙ্গে কথা বলতেও তিনি ইচ্ছুক নন৷ ট্রাম্প বলেন, আমার অন্যান্য অনেক কাজ আছে৷ ট্রাম্প অভিযোগ করেছেন, মার্কিন প্রেসিডেন্টের পদকেই অসম্মান করেছেন ইলন মাস্ক৷
ট্রাম্প এবং মাস্ক-এর মধ্য সংঘাতের মূল কারণ আমেরিকা সরকারের প্রস্তাবিত আইন৷ সমাজনমাধ্যম মাস্ক দাবি করেছেন এই আইন আমেরিকার রাজকোষে বিপুল ঘাটতি তৈরি করবে, এমন কি আমেরিকা দেউলিয়া হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মাস্ক৷ প্রেসিডেন্ট পদ থেকে ট্রাম্পকে বিতাড়িত করারও ডাক দেন মাস্ক৷