হোয়াইট হাউজ ইতিমধ্যেই ঘোষণা করেছে, ট্রাম্প কানাডায় অনুষ্ঠিত গ্রুপ অফ সেভেন শীর্ষ সম্মেলন থেকে অব্যহতি নিয়ে একদিন আগেই দেশে ফিরছেন। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সঙ্কট মোকাবিলায় জি৭ বৈঠক থেকে নির্ধারিত দিনের একদিন আগেই ফিরে আসবেন মার্কিন প্রেসিডেন্ট। ফিরেই ট্রাম্প জাতীয় নিরাপত্তা পরিষদের একটি সভা আহ্বান করবেন বলে আশা করা হচ্ছে।
advertisement
হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিট জানান, পশ্চিম এশিয়ায় যা চলছে, সে কারণেই রাষ্ট্রনেতাদের সঙ্গে নৈশভোজের পরে আমেরিকায় ফিরে আসবেন প্রেসিডেন্ট ট্রাম্প। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যত দ্রুত সম্ভব ইরানের সঙ্গে বৈঠকে বসার চেষ্টা করার জন্য আমেরিকার প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
উল্লেখ্য, তাঁর জি-৭ বৈঠকের সূচি কাটছাঁট করার খবর প্রকাশ্যে আসার কিছু আগেই নিজের সমাজমাধ্যম হ্যান্ডলে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তেহরান থেকে সকলকে অন্যত্র সরে যাওয়ার জন্য বলেন তিনি। যদিও এর কোনও কারণ ওই পোস্টে উল্লেখ করেননি ট্রাম্প। তিনি লেখেন, “আমি যে ‘চুক্তি’তে ইরানকে সই করতে বলেছিলাম, তা ইরানের করে নেওয়া উচিত ছিল। কী লজ্জার বিষয়, মানুষের জীবন কী ভাবে নষ্ট হচ্ছে! সহজ ভাষায় বলতে গেলে, ইরান পরমাণু অস্ত্র রাখতে পারে না। আমি বার বার বলেছি!” এর পরের বাক্যেই তিনি লেখেন, “প্রত্যেকের অবিলম্বে তেহরান থেকে সরে যাওয়া উচিত!”