জানা গিয়েছে গুলি চলার পর আমেরিকার সিক্রেট সার্ভিস এজেন্টরা পোডিয়ামে ছুটে যান। তারপরেই রিপাবলিকান প্রার্থীকে সরিয়ে নিয়ে আসা হয়। পরে আমেরিকার সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে জানান হয় সুস্থ আছেন ট্রাম্প। তাঁকে চিকিত্সকরা পরীক্ষা করেছেন। ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ছে সোশ্যাল মাধ্যমে।
‘বন্ধু’ ট্রাম্পের উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক্স হ্যান্ডেলে জানান, ‘‘আমার বন্ধু আমেরিকার প্রাক্তন ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। ঘটনার তীব্র নিন্দা জানাই। রাজনীতি ও গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। ঘটনায় আহত এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’’
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2024 9:37 AM IST