TRENDING:

US Election 2020: উত্তেজিত ট্রাম্প, ধৈর্যশীল বাইডেন! কারচুপির অভিযোগে টানটান নাটক আমেরিকায়

Last Updated:

ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প ভোটে কারচুপির অভিযোগে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছেন৷ তাঁর দাবি, ডেমোক্র্যাটরা চুরি করে ভোটে জিতছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প ভোটে কারচুপির অভিযোগে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছেন৷ তাঁর দাবি, ডেমোক্র্যাটরা চুরি করে ভোটে জিতছে৷ ভোটগ্রহণ বন্ধ হওয়ার পরেও ব্যালট জমা পড়ছে বলে অভিযোগ ট্রাম্পের৷ তুলনায় বাইডেন অবশ্য অনেকটাই শান্ত৷ নিজের সমর্থকদের ধৈর্যের ধরার জন্য প্রশংসা করেছেন তিনি৷

ভোট গণনা চলার মাঝেই নিজের সমর্থকদের উদ্দেশে বক্তব্য রেখেছেন বাইডেন৷ ভোটে তাঁর জয়ী হওয়ার আশা যথেষ্টই রয়েছে৷ তবে চূড়ান্ত ফলাফল বেরোতে একদিন বা তার বেশি অপেক্ষা করতে হতে পারে বলেও সমর্থকদের সতর্ক করে দিয়েছেন বাইডেন৷

advertisement

ইতিমধ্যেই জিতে গেছেন বলে দাবি করে ট্রাম্পের করা ট্যুইট মুছে দিয়েছে ট্যুইটার৷ ভোট গ্রহণ শেষ হওয়ার পরে বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও হোয়াইট হাউসের দখল কে নেবেন, তা এখনও স্পষ্ট নয়৷ যেহেতু বিপুল সংখ্যক মার্কিন নাগরিক মেল করে ভোট দিয়েছেন, তাই প্রচুর ব্যালটের গণনা এখনও বাকি রয়েছে৷ যার জেরে ভোটগণনার পদ্ধতিও ধীর গতিতে চলছে, ফল ঘোষণায় দেরি হচ্ছে৷ ফলাফল নির্ধারণ করতে পারে এমন বেশ কিছু রাজ্যেও ভোটগণনার কাজ বিলম্বিত হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
US Election 2020: উত্তেজিত ট্রাম্প, ধৈর্যশীল বাইডেন! কারচুপির অভিযোগে টানটান নাটক আমেরিকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল