গত মে মাসে ঠিক একই কায়দায় ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতির ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ দুই দেশের মধ্যে সম্ভাব্য পরমাণু যুদ্ধ থামানোর কৃতিত্ব নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ ইজরায়েল এবং ইরানের ক্ষেত্রেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট৷
রবিবারই ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল আমেরিকা৷ তার জবাবে সোমবার কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালায় ইরান৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধ বন্ধের ঘোষণা করে দেন মার্কিন প্রেসিডেন্ট৷
advertisement
সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘সবাইকে অভিনন্দন৷ ইজরায়েল এবং ইরান ১২ ঘণ্টা সম্পূর্ণ সংঘর্ষবিরতি মেনে চলার বিষয়ে সম্মত হয়েছে৷ (যে অভিযানগুলি শুরু হয়ে গিয়েছে সেগুলি সম্পূর্ণ করার জন্য দু দেশকে এখন থেকে ৬ ঘণ্টা সময় দেওয়া হয়েছে৷ তার পর এই যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে বলে ধরে নেওয়া হবে৷’
ট্রাম্পের দাবি অনুযায়ী, প্রথমে ইরান সংঘর্ষবিরতির শর্ত মানতে শুরু করবে৷ এর ১২ ঘণ্টা পর থেকে সংঘর্ষবিরতি মানবে ইজরায়েলও৷ দুই দেশ সংঘর্ষবিরতি মেনে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ শেষ বলে ধরে নেওয়া হবে৷
ট্রাম্প লিখেছেন, ‘এটা ধরে নেওয়াই যায় যে সবকিছু ঠিকঠাকই এগোবে এবং সেটাই হবে৷ তাই আমি দুই দেশকেই সংঘর্ষবিরতিতে রাজি হওয়ার সাহস, শক্তি এবং বুদ্ধি দেখানোর জন্য অভিনন্দন জানাচ্ছি৷ এর ফলে ১২ দিন ধরে চলতে থাকা যুদ্ধ শেষ হল৷ এই যুদ্ধ কয়েক বছর ধরে চলতে পারত এবং তাহলে গোটা মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যেত৷ কিন্তু তা হয়নি৷’
তবে ট্রাম্প এত বড় ঘোষণা করে দিলেও ইরান অথবা ইজরায়েলের পক্ষ থেকে সংঘর্ষবিরতি নিয়ে সরকারি ভাবে কোনও বিবৃতিই দেওয়া হয়নি৷
ট্রাম্পের এই ঘোষণার ঠিক আগে কাতার এবং ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ইরান৷ যদিও কাতার দাবি করেছে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের সবকটি মিসাইলকেই ধ্বংস করেছে৷ যদিও ইরানের মেহর সংবাদসংস্থার দাবি, অন্তত তিনটি মিসাইল কাতারের আল-উদেইদে মার্কিন সেনা ঘাঁটিতে আছড়ে পড়েছে৷ তবে ক্ষয়ক্ষতি এড়াতে এই মিসাইল হামলার আগে কাতারকে সতর্ক করেছিল ইরান৷