TRENDING:

Donald Trump on Iran: ইরানকে বাগে আনতে শেষে কাকে ফোন করলেন ট্রাম্প, কী সাহায্য চাইলেন মার্কিন প্রেসি়ডেন্ট?

Last Updated:

ইজরায়েলকে তিনি বাগে আনতে পারবেন৷ কিন্তু আমেরিকার ধমকেও যে ইরান থামবে না, তা ভালই জানতেন ডোনাল্ড ট্রাম্প৷ শেষ পর্যন্ত ইরানকে সংঘর্ষবিরতিতে রাজি করাতে অন্য এক দেশের প্রধানমন্ত্রীর শ্মরাণপন্ন হতে হলে ডোনাল্ড ট্রাম্পকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইজরায়েলকে তিনি বাগে আনতে পারবেন৷ কিন্তু আমেরিকার ধমকেও যে ইরান থামবে না, তা ভালই জানতেন ডোনাল্ড ট্রাম্প৷ শেষ পর্যন্ত ইরানকে সংঘর্ষবিরতিতে রাজি করাতে অন্য এক দেশের প্রধানমন্ত্রীর শ্মরাণপন্ন হতে হলে ডোনাল্ড ট্রাম্পকে৷
ইরানকে সংঘর্ষবিরতিতে রাজি করাতে কার সাহায্য নিলেন ট্রাম্প?
ইরানকে সংঘর্ষবিরতিতে রাজি করাতে কার সাহায্য নিলেন ট্রাম্প?
advertisement

সংবাদসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, ইরানকে সংঘর্ষবিরতিতে রাজি করানোর জন্য কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আব্দুলরহমান আল থানিকে অনুরোধ করেন ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর সহকারী ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স৷ প্রসঙ্গত সোমবার রাতে কাতারের মার্কিন সেনা ঘাঁটিতেই হামলা চালানোর চেষ্টা করেছিল ইরান৷ যদিও কাতারের সঙ্গে ইরানের সম্পর্ক যথেষ্টই ভাল৷ সেই কারণেই মার্কিন সেনাঘাঁটিতে হামলা করার আগে কাতারকে তা জানিয়েও রাখে ইরান৷

advertisement

সংবাদসংস্থা সূত্রে খবর, রবিবার ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে একসঙ্গে হামলা চালায় আমেরিকা৷ তার জবাবে সোমবার কাতারে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইরান৷ সংবাদসংস্থা রয়টার্সের দাবি, এর পরই মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স কাতারের প্রধানমন্ত্রীকে উদ্যোগী হওয়ার জন্য অনুরোধ করেন৷ আমেরিকার প্রস্তাব পাওয়ার পরই ইরানের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন কাতারের প্রধানমন্ত্রী৷

advertisement

বিষয়টি সম্পর্কে ওয়াকিবহল এক শীর্ষ আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, ইজরায়েল সংঘর্ষবিরতি মানতে রাজি বলে কাতারের প্রধানমন্ত্রীকে জানান ডোনাল্ড ট্রাম্প৷ ইরানকে রাজি করানোর জন্য কাতারের সাহায্য চান মার্কিন প্রেসিডেন্ট৷ এর পরই ইরানের সম্মতি আদায় করেন কাতারের প্রধানমন্ত্রী৷

ভারতীয় সময় সোমবার গভীর রাতে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ১২ দিনের যুদ্ধের পর সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে ইজরায়েল এবং ইরান৷ তবে ট্রাম্পের এই দাবির পরে আজও ইরানে হামলা চালিয়েছে ইজারায়েল৷ শেষ পর্যন্ত, ইজরায়েলকে নিরস্ত করে চরমবার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ এমন কী ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলেন ট্রাম্প৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump on Iran: ইরানকে বাগে আনতে শেষে কাকে ফোন করলেন ট্রাম্প, কী সাহায্য চাইলেন মার্কিন প্রেসি়ডেন্ট?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল