২০১৭ জনগণনা অনুযায়ী শ্রীলঙ্কায় মোট জনসংখ্যাই ২১কোটি ৪০ লক্ষ বসবাসকারী৷ সেখানেই নাকি ১৩৮ কোটি মানুষের মৃত্যু৷ এমন ট্যুইট করে শ্রীলঙ্কায় মর্মান্তিক দুর্ঘটনার ব্যাপ্তি তিনি তুচ্ছ করেছেন৷ এরপরই ট্যুইটে শোরগোল পড়ে গিয়েছে৷ অনেকেই ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করেছেন৷ অন্যদিকে অনেকে দুঃখপ্রকাশ করেছেন৷ আবার অনেক নেটিজেন মজাও করেছেন দেদার৷
advertisement
আরও পড়ুন ইস্টারে শ্রীলঙ্কায় সিরিয়াল বিস্ফোরণ, বাকরুদ্ধ বিরাট-সচিন থেকে সানিয়া সকলেই
নিজের ভুল বুঝতে পেরে আধঘণ্টা বাদেই ট্যুইটটি মুছে দেন ট্রাম্প৷ তবে ততক্ষণে ট্যুইটটি প্রচুর মানুষের কাছে পৌঁছে গিয়েছে৷ ২হাজার বার রি-ট্যুইট হয়েছে এবং ৯হাজার জন লাইকও করেছেন৷ আর ট্যুইটের ছবি তুলেছেন অনেকে৷ অর্থাৎ ট্যুইটটি বেশ জনপ্রিয় হয়েছে৷ এবং আরও একবার এধরণের ভুলভাল লিখে নিজের ভাবমূর্তি সারা বিশ্বের সামনে হাস্যকর করে তুলছেন মার্কিন প্রেসিডেন্ট৷