২০১৭ সালে ৮৯ বছর বয়সে মারা যান জান কারবাট নামের ওই ডাচ চিকিৎসক৷ তার আগেই ২০০৯ সালে কারচুপির অভিযোগে বন্ধ হয়ে গিয়েছিল তার রটারড্যাম ক্লিনিক৷ শুক্রবার তার ক্লিনিক থেকে আইভিএফ করিয়ে মা হওয়া ৪৯ জন মহিলার সন্তানের ডিএনএ পরীক্ষা করানো হয় নিজমেগন শহরের একটি হাসপাতাসে৷ পরীক্ষায় সেই সন্তানেরা ওই চিকিৎসকের সরাসরি বংশধর বলে জানিয়েছে ডিফেন্স ফর চিলড্রেন নামের স্বেচ্ছাসেবী সংস্থা৷ তবে জান কারবাট মৃত্যুর আগে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে গিয়েছিলেন বলে জানান ওই সংস্থার উপদেষ্টা ইয়ারা দে রিট৷ নিজের জীবদ্দশায় ৬০ সন্তানের বাবা হয়েছেন বলে ডিএনএ পরীক্ষাও করিয়েছিলেন নিজের৷ সেই রিপোর্ট এতদিন আদালতের কাছেই সুরক্ষিত ছিল৷
advertisement
হঠাৎই তার ক্লিনিকে চিকিৎসা করানো মহিলারা সন্তানদের পেটারনিটি টেস্ট দাবি করায় কারবাটের ডিএনএ রিপোর্টের সঙ্গে মিলিয়ে দেখা হয়৷ তবে তার এক সন্তান এরিক লেভার এক সংবাদপত্রকে জানিয়েছেন, "কারবাটের ওপর কোনও রাগ নেই৷ আমার মা সন্তান ধারণ করতে চেয়েছিলেন৷ কিন্তু আমার বাবার পক্ষে তা সম্ভব ছিল না৷ তাই শুক্রাণুদাতার ওপর নির্ভর করেই আমাকে জন্ম দিতে হতো৷ তিনি তো যে কেউ হতে পারেন৷"