কেনা হচ্ছে ২৪ সেট ট্রেন ৷ প্রতি সেটে থাকছে ৬ টি করে কামরা ৷
আগামী বছর ডিসেম্বরে বাংলাদেশবাসী মেট্রোরেল পরিষেবা পাবেন বলে জানা গিয়েছে ৷ প্রথম সারির সংবাদপত্র ‘প্রথম আলো’-র প্রতিবেদনে প্রকাশ ঢাকার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিমি অংশে শুরুর লগ্নে
চালু হবে মেট্রোরেল ৷ সেই মোতাবেক আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলক মেট্রো চালানোও হয়েছে সম্প্রতি৷ অত্যাধুনিক প্রযুক্তি ও কৌশলে সাজানো হচ্ছে ঢাকা মেট্রোর নানা পরিষেবা ৷ একটি ট্রেনে যাত্রীদের বসার জন্য ৩০৬ টি আসন থাকছে ৷ এছাড়াও দাঁড়ানোর জন্য প্রশস্ত পরিসর থাকছে প্রতি কামরায়৷
advertisement
আরও পড়ুন : ফের বিপাকে ইমরান, মামলা দায়ের করল পাক সরকার! রয়েছে গ্রেফতারির আশঙ্কা
অত্যাধুনিক প্রযুক্তিতে যাত্রী স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তাই শেষ কথা ঢাকা মেট্রো পরিষেবায় ৷ চারটি স্টেশনে যাত্রীরা তাঁদের গাড়ি স্টেশনের সিঁড়ি বা লিফ্টের কাছাকাছি আনতে পারবেন ৷ স্টেশন চত্বরে থাকবে পর্যাপ্ত জায়গা ৷ ‘প্রথম আলো’-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই ব্যবস্থা হল স্টেশন প্লাজা ৷ উত্তরা, আগারগাঁও, ফার্মগেট, কমলাপুর-এই চার স্টেশনে থাকবে এই বন্দোবস্ত ৷ উত্তরা ও কমলাপুর স্টেশনে থাকছে পার্কিংয়ের জায়গাও থাকবে ৷ এই দুই স্টেশনে মাটির নীচে ও মাটির উপরে বহুতল পার্কিং লট থাকবে ৷
থাকবে হাল্কা জলখাবার করার জায়গাও৷
আরও পড়ুন : যৌন আবেদনে ভরপুর, ছবিতে দেখুন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের হট অবতার
প্রথম দিকে ২০২৪ সালের জুনে মেট্রোরেল প্রকল্প শেষ হওয়ার কথা ছিল ৷ পরে সেই সময়সীমা বর্ধিত করে ২০২৫-এর ডিসেম্বর পর্যন্ত করার প্রস্তাব দিয়েছে প্রকল্পের দায়িত্বে থাকা ডিএমটিসিএল বা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ৷