চার ঘণ্টা ৫৪ মিনিটের ম্যাচে মারিয়ান চিলিচকে হারিয়ে সমতায় ফিরেছিলেন দেল পোত্রো। এরপর ফেড্রিকো দেলবনিসের র্যাকেটে ঐতিহাসিক জয় আর্জেন্টিনার। এই বছর অলিম্পিকে পুরুষদের হকিতে সোনা জিতেছিল আর্জেন্টিনা। তবে এই জয়কে মারাদোনার ছিয়াশির বিশ্বকাপ জয়ের সঙ্গে তুলনা করছে দেশবাসী। এর আগে চারবার ফাইনালে উঠেও হেরে গিয়েছিল মারাদোনার দেশ।
দেশ ডেভিস কাপ জেতার পর স্বভাবতই খুশি দিয়েগো মারাদোনা। আর্জেন্টাইন টেনিস ফেডারেশনের অনুরোধে ফাইনাল দেখতে হাজির হয়েছিলেন মারাদোনা। ফাইনাল জয়ের পর উল্লাসে ফেটে পড়েন। কিউবার প্রয়াত নেতা ফিদেল কাস্ত্রোকে এই জয় উৎসর্গ করেছেন ফুটবলের রাজপুত্র। একইসঙ্গে জানিয়েছেন, টেনিসে আর্জেন্টিনার এই জয় তাঁর ছিয়াশি সালের বিশ্বকাপ জয়ের মতো। বান্ধবীকে নিয়ে গত কয়েকদিন ক্রোয়েশিয়ার আছেন মারাদোনা। দেশে ফিরছেন ডেভিস কাপ সঙ্গে নিয়ে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 28, 2016 5:14 PM IST