TRENDING:

প্রথমবার ডেভিস কাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

Last Updated:

বিশ্ব টেনিসের ইতিহাসে আর্জেন্টিনা। ক্রোয়েশিয়াকে ৩-২ ফলে হারিয়ে প্রথমবার ডেভিস কাপ জিতল আর্জেন্টিনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জাগ্রেব: বিশ্ব টেনিসের ইতিহাসে আর্জেন্টিনা। ক্রোয়েশিয়াকে ৩-২ ফলে হারিয়ে প্রথমবার ডেভিস কাপ জিতল আর্জেন্টিনা।
advertisement

চার ঘণ্টা ৫৪ মিনিটের ম্যাচে মারিয়ান চিলিচকে হারিয়ে সমতায় ফিরেছিলেন দেল পোত্রো। এরপর ফেড্রিকো দেলবনিসের র‍্যাকেটে ঐতিহাসিক জয় আর্জেন্টিনার। এই বছর অলিম্পিকে পুরুষদের হকিতে সোনা জিতেছিল আর্জেন্টিনা। তবে এই জয়কে মারাদোনার ছিয়াশির বিশ্বকাপ জয়ের সঙ্গে তুলনা করছে দেশবাসী। এর আগে চারবার ফাইনালে উঠেও হেরে গিয়েছিল মারাদোনার দেশ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দেশ ডেভিস কাপ জেতার পর স্বভাবতই খুশি দিয়েগো মারাদোনা। আর্জেন্টাইন টেনিস ফেডারেশনের অনুরোধে ফাইনাল দেখতে হাজির হয়েছিলেন মারাদোনা। ফাইনাল জয়ের পর উল্লাসে ফেটে পড়েন। কিউবার প্রয়াত নেতা ফিদেল কাস্ত্রোকে এই জয় উৎসর্গ করেছেন ফুটবলের রাজপুত্র। একইসঙ্গে জানিয়েছেন, টেনিসে আর্জেন্টিনার এই জয় তাঁর ছিয়াশি সালের বিশ্বকাপ জয়ের মতো। বান্ধবীকে নিয়ে গত কয়েকদিন ক্রোয়েশিয়ার আছেন মারাদোনা। দেশে ফিরছেন ডেভিস কাপ সঙ্গে নিয়ে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
প্রথমবার ডেভিস কাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা