TRENDING:

কেকের মধ্যে লুকনো নগদ, জন্মদিনে বাবাকে চমকে দিল মেয়ে, দেখুন ভিডিও

Last Updated:

আনন্দে রীতিমতো নাচতে শুরু করেন ওই ব্যক্তি৷ আনন্দে কেক কাটতেই যেন ভুলে গিয়েছিলেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউইয়র্ক: জন্মদিনে প্রিয়জনের জন্য কত রকমের কেকই তো কেনেন সবাই৷ কোনও কেকে যার জন্মদিন তার ছবি ফুটে ওঠে, আবার কোনও কোনও কেকের নকশা আর রংই জিভে জল এনে দিতে বাধ্য৷
advertisement

তাই বলে কেকের মধ্যে লুকিয়ে থাকবে টাকার বান্ডিল? হ্যাঁ, এমনই এক অভিনব কেক এনে বাবাকে তাঁর জন্মদিনে রীতিমতো চমকে দিয়েছেন মেয়ে৷ আর ট্যুইটারে সেই ভিডিও এখন ভাইরাল৷

ভিডিও-তে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি জন্মদিনের কেক কাটার আগে কেকের উপরে 'হ্যাপি বার্থডে' লেখা টপিংটি সরানোর চেষ্টা করেন৷ তখনই তিনি খেয়াল করেন, কেকের ভিতরে লুকানো রয়েছে ডলারের চেন৷ প্রত্যেকটি ডলারই অবশ্য প্লাস্টিকে ভাল করে মোড়ানো ছিল৷ একে সারপ্রাইজ, তাও আবার নগদ! আনন্দে রীতিমতো নাচতে শুরু করেন ওই ব্যক্তি৷ আনন্দে কেক কাটতেই যেন ভুলে গিয়েছিলেন তিনি৷

advertisement

ওই ব্যক্তিরই এক মেয়ে ট্যুইটারে সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, 'প্রত্যেক বছরই জন্মদিনে আমার বাবা নগদ টাকা উপহার চান৷ আর প্রত্যেক বারই আমার মা এবং বোন তাঁকে বিভিন্ন রকম ভাবে চমকে দেন!'

জন্মদিনে ইচ্ছেপূরণ হওয়ায় বেজায় খুশি ওই ব্যক্তিও৷ ডলারের চেন হাতে নিয়েই নাচতে নাচতে তিনি বলেন, 'আমি জানতাম তোমরা আমরা ইচ্ছেপূরণ করবেই!'

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এমন অভিনব সারপ্রাইজ দেখে ট্যুইটার ব্যবহারকারীরাও রীতিমতো অবাক৷ ভিডিওটি শেয়ার করার পর থেকে ৫ লক্ষ বার ভিউ হয়েছে, রিট্যুইট করা হয়েছে ১০ হাজার বার৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
কেকের মধ্যে লুকনো নগদ, জন্মদিনে বাবাকে চমকে দিল মেয়ে, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল