মঙ্গলবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৭ জন জানালেও ব্রিটিশ সরকারের প্রকাশ করা তথ্য অনুযায়ী ব্রিটেনে ৩২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইংল্যান্ড এবং ওয়েলসে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৬৪৮ জনের। অন্যদিকে স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে মৃত্যু হয়েছে আরও ২ হাজার ৬৬৫ জনের। এই সব সংখ্যা যোগ করলে যুক্তরাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে ৩২ হাজার ৩১৩।
advertisement
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রকের হিসাব অনুযায়ি- দেশে এখনও পর্যন্ত ১৩ লক্ষ ৮৩ হাজার ৮৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১ লক্ষ ৯৪ হাজার ৯৯০ জন।
এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেখানে প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। আক্রান্তের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে তারা। ইতিমধ্যেই আমেরিকায় মৃতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়ে গিয়েছে।