৬ মিনিটের এই ভিডিও বার্তায় আশরাফ বলেন, "এমন কিছু মানুষ প্রাসাদে ঢুকে পড়েছিলেন যারা এমনকী স্থানীয় ভাষায় কথা বলেন না। তারা কার্যত গায়ের জোরে প্রাসাদে ঢুকে গিয়েছিলেন গত রবিবার। দ্রুত একের পর এক ঘটনা ঘটতে থাকে।" তাঁর কথায়, "আমি চেয়েছিলাম একটা সমঝোতা তৈরি করতে যাতে তালিবানের সঙ্গে মিলেজুলে সরকার চালানো যায়। কিন্তু আমার কোনও কথাই শোনা হয়নি।"
advertisement
গনির অনুপস্থিতিতে আফগানিস্তানের গনির বিরোধী শিবির বলে পরিচিত আব্দুল্লাহ আব্দুল্লাহ তালিবানের সঙ্গে কথা চালাচ্ছেন। তালিবানের সঙ্গে কথা বলছেন প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই। এই প্রক্রিয়াকে শুভেচ্ছা জানান আশরাফ গনি। তিনি বলেন, "ওদের এই প্রয়াসে আমার সমর্থন রয়েছে। আমি চাই ওরা সফল হন। তিনি আরও জানান, তিনি নিজেও আফগানিস্তানের ফিরতে চান। তাঁর কথায়, আফগানিস্তানে ফিরতে আমি কথাবার্তা চালাচ্ছি । আমি চাই আফগানরা ন্যায় বিচার পান। সত্যিকারের ইসলামিক জাতীয়তাবাদী মূল্যবোধের জয় হোক।"
খবর চাউর হয়েছিল, প্রচুর টাকা নিয়ে দেশ ছেড়েছেন গনি। সেই তথ্য তিনি এদিন নস্যাৎ করে দেন। গনি এই মুহূর্তে আরব আমিরশাহিতে আছেন, মানবিকতার খাতিরেই তাঁকে সে দেশে আশ্রয় দেওয়া হয়েছে, স্বীকার করে নেন আশরফ গনি।