এই ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনি শহরের একটি সুপার মার্কেটে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন মহিলা ট্রলি ভর্তি করে টয়লেট পেপার নিয়ে যাচ্ছেন। আরেকজন মহিলা টয়লেট পেপার নিতে গিয়ে দেখেন আর টয়লেট পেপার নেই। তখন সে ওই ট্রলি ভর্তি টয়লেট পেপার মহিতার কাছ থেকে পেপার নিতে যান। দু'জনের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এর মধ্যে আরও এক মহিলা ট্রলি থেকে টয়লেট পেপার নিতে যায়। এর পরেই শুরু হয় হাতাহাতি, চুলোচুলি । মহিলাদের মারপিট এমন পর্যায়ে পৌঁছে যায়, যে সুপার মার্কেটের কর্মীরা হস্তক্ষেপ করতে বাধ্য হয়।
advertisement
দেখুন ভিডিও...
এই ঘটনার অভিযোগ দায়ের করে হয় নিউ সাউথ ওয়েলস থানা, এবং আগামী ২৮ এপ্রিল আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই তিন মহিলাকে।
টয়লেট পেপারের আকাল দেখে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় নির্দেশিকা করেছে যে একজন ব্যক্তিকে একটিমাত্রই টয়লেট পেপার বিক্রি পারবেন শপিং মলগুলি।