এই মুহূর্তে সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেদেশে আক্রান্ত দেড় লক্ষ ছুঁই ছুঁই। মৃত্যু হয়েছে প্রায় ৩ হাজার জনের। ফের একবার সব থেকে বেশি আক্রান্তের খবর সামনে এসেছে আমেরিকা থেকে। নতুন করে ২০,০০০-ও বেশি জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। ইতালিতেও প্রায় এক লক্ষ মানুষ করোনা আক্রান্ত। তারমধ্যে প্রায় সাড়ে ১১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
advertisement
অন্যদিকে, করোনায় আক্রান্ত হয়ে একদিনে ৯১৩ জনের মৃত্যুর রেকর্ড করল স্পেনে৷ এই নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা সাড়েসাড়ে ৭ হাজার ছাড়াল ৷ একমাত্র ইতালিত ছাড়া কোনও দেশে এত সংখ্যক মৃত্যুর খবর নেই৷ নতুন করে স্পেনে আক্রান্তের সংখ্যা ৬৫০০৷ রবিবার আরও ১৯ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে৷ এই নিয়ে সে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৭৯৭৷ বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের মধ্যে দুই তৃতীয়াংশই ইউরোপের বাসিন্দা।