TRENDING:

Coronavirus: গত ২৪ ঘণ্টায় বিশ্বে আক্রান্ত ৬১৩২৫, মৃত্যু ৩৭১৯ জনের

Last Updated:

আমেরিকায় নতুন করে ২০,০০০-ও বেশি জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বিশ্বজুড়ে বেড়েই চলেছে নোভেল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। শেষ পাওয়া হিসেব অনুযায়ী, বিশ্বজুড়ে ৭ লক্ষ ৮৫ হাজার হাজারেরও বেশি মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারমধ্যে মৃত প্রায় ৩৭ হাজারেরও বশি। করোনার বিরুদ্ধে লড়াই করে সুস্থ হয়ে উঠেছেন ১.৫ লক্ষেরও বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬১,৩২৫ মানুষ। সোমবার করোনায় মৃত্যু হয়েছে ৩৭১৯ জনের।
advertisement

এই মুহূর্তে সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেদেশে আক্রান্ত দেড় লক্ষ ছুঁই ছুঁই। মৃত্যু হয়েছে প্রায় ৩ হাজার জনের। ফের একবার সব থেকে বেশি আক্রান্তের খবর সামনে এসেছে আমেরিকা থেকে। নতুন করে ২০,০০০-ও বেশি জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। ইতালিতেও প্রায় এক লক্ষ মানুষ করোনা আক্রান্ত। তারমধ্যে প্রায় সাড়ে ১১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে, করোনায় আক্রান্ত হয়ে একদিনে ৯১৩ জনের মৃত্যুর রেকর্ড করল স্পেনে৷ এই নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা সাড়েসাড়ে ৭ হাজার ছাড়াল ৷ একমাত্র ইতালিত ছাড়া কোনও দেশে এত সংখ্যক মৃত্যুর খবর নেই৷ নতুন করে স্পেনে আক্রান্তের সংখ্যা ৬৫০০৷ রবিবার আরও ১৯ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে৷ এই নিয়ে সে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৭৯৭৷ বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের মধ্যে দুই তৃতীয়াংশই ইউরোপের বাসিন্দা।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Coronavirus: গত ২৪ ঘণ্টায় বিশ্বে আক্রান্ত ৬১৩২৫, মৃত্যু ৩৭১৯ জনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল