পশ্চিম জাপানের কোবে শহরে অবস্থিত ওই জল সরবরাহ কোম্পানির উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওই কর্মীর বিরুদ্ধে রয়েছে ঝুড়ি ঝুড়ি অভিযোগ। একবার নয়, ওই কর্মী এমন ভুল করেছেন বারবার।
কোম্পানি বক্তব্য, তারা গত এক মাসেরও বেশি সময় ধরে ওই কর্মীর কাজের ধরন ও অফিসে তার ব্যবহার খুব কাছ থেকে লক্ষ্য করেছে। গত এক মাসে ২৬ দিন এই একই ভুল করে গিয়েছে ওই কর্মী। প্রতিদিনই প্রায় লাঞ্চ শুরু হওয়ার মিনিট খানেক আগেই কাজ ছেড়ে খাবার কেতে চলে গিয়েছেন তিনি। মোট ৫৫ ঘণ্টারও বেশি কাজের সময় নষ্ট করার অভিযোগ উঠেছে ওই কর্মীর বিরুদ্ধে।
advertisement
আরও পড়ুন
এই কাজটি না করলে বাতিল হতে পারে আপনার প্যান কার্ড
সব মিলিয়ে তাঁকে উচিত শিক্ষা দিতে আধ বেলার পারিশ্রমিক কেটে নেওয়াই উচিত মনে করেছে কোম্পানির উর্ধ্বতন কর্তৃপক্ষ। শুধু তাই নয়, আর কেউ যাতে এমন ভুল করার সাহস না দেখায় তা নিশ্চিত করতে রীতিমতো সাংবাদিক সম্মেলন ডেকে পুরো বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। এমনকি গোটা অফিস ও সাংবাদিকদের সামনে ওই কর্মীকে ক্ষমা চাইতেও বাধ্য করা হয়।
এমন ঘটনার বিরোধিতায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অনেকে। কেউ এই ঘটনাকে অমানবিক বলেছেন তো কেউ আবার কোম্পানির পদক্ষেপ থেকে সমর্থন করে বলেছেন সময় নষ্ট মানেই অর্থ নষ্ট। তাই দোষী উচিত শাস্তি পেয়েছেন বলে মনে করছেন অনেকে। কেউ এবার সরাসরি বিরোধিতা করে বলেছেন, মানুষকে মানুষ হিসেবে গণ্য করা উচিত যন্ত্র নয়।