কলম্বিয়ার বাগোটা শহরের এক ইউটিউবার গত সপ্তাহে একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়, সেখানে দেখা যাচ্ছে সত্যিই একটি চাকতির মতো কিছু ঘুরে বেড়াচ্ছে কলম্বিয়ার আকাশে। ইউটিউবার দাবি করেছেন, এই ইউএফও মাঝেই মাঝেই নিজের আকার বদল করছে। এ এক নতুন জিনিস। এরপরেই কনস্পিরেসি থিওরিস্ট স্কট সি ওয়ার্নিং এই একই ভিডিও শেয়ার করেন। যদিও নানাভাবে ভিডিওটির সত্যতা যাচাই করার পর বোঝা যায়নি যে ঠিক কী কলম্বিয়ার আকাশে ঘুরে বেড়াচ্ছিল। স্কট দাবি করেছেন, দেখে মনে হচ্ছে, এটি একটি জীবন্ত জিনিস। মানে প্রাণ আছে যেন।
advertisement
এর আগেও একাধিকবার কলম্বিয়ায় একাধিক ইউএফও দেখা গিয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহেও দেখা যায় একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছিল, সকালের আকাশেই ঘুরে বেড়াচ্ছে আশ্চর্য কিছু সাদা চাকতি। যা অবাক করেছিল। সেই ইউএফওর রহস্য আজও উদ্ধার করতে পারেনি কেউ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 09, 2020 1:40 PM IST