বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পৃথিবীতে আনুমানিক ৩০ কোটি মানুষ এই রোগে আক্রান্ত। বাংলাদেশে আক্রান্তের হার আনুমানিক ৮০ লাখ। রোগটি বিশ্বব্যাপী মৃত্যুর চতুর্থ প্রধান কারণ। ধূমপান ছাড়াও জীবাশ্ম-জ্বালানী হতে উৎপন্ন ধোঁয়া, যেমন কয়লা, কাঠ, শুকনো পাতা ইত্যাদি, ধুলোবালি ও বায়ুদূষণ, কলকারখানা ও যানবাহনের উৎপন্ন ধোঁয়া ও রাসায়নিক পদার্থ, দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট, কাশি, কফ ইত্যাদি এ রোগের প্রধান লক্ষণ। এ রোগ সম্পূর্ণভাবে নির্মূল হয় না। তাই প্রতিরোধই সর্বোত্তম পন্থা। এজন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ও অন্যান্য ওষুধ সেবনের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণসহ ধুমপান পরিহার, ধুলোবালি ও ধোঁয়া যথাসম্ভব এড়িয়ে চলা ও নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন।
advertisement
(তথ্য : কালের কণ্ঠ)
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 15, 2017 7:25 PM IST