কলেজ পড়ুয়া এবং যুবতীরা ঋণ চাইলে তাদের কাছে নিজেদের নগ্ন ছবি জমা রাখার শর্ত চাপিয়ে দেওয়া হচ্ছে ৷ সম্প্রতি চিনের সংবাদপত্রে এমনই খবর প্রকাশিত হয়েছে ৷ ঋণ অনাদায়ে ঋণগ্রহীতার নগ্ন ছবিগুলি প্রকাশ করার হুমকিও দিচ্ছে সংস্থাগুলি ৷
চিনের সাউদার্ন মেট্রোপলিশ ডেলি নামক সংবাদ সংস্থার প্রকাশ করা খবর অনুসারে, কোনও কলেজ পড়ুয়া ছাত্রী, মহিলা বা যুবতীদের লোন নেবার প্রয়োজন হলে তাদের উপর এই শর্ত চাপানো হয়েছে যে, নিজের পরিচয়পত্র হাতে নিয়ে নিজেদের নগ্ন ছবি তুলে জমা রাখতে হবে ঋণদাতার কাছে ৷ নির্ধারিত সময়ের মধ্যে ঋণ শোধ করতে না পারলে ইন্টারনেটে প্রকাশ করে দেওয়া হবে সেই ছবি ৷
advertisement
সম্প্রতি দেনাগ্রস্থ এক তরুণী অনলাইন সংস্থার কাছে নতুন করে ঋণ চাইলে তার উপরও এই নগ্ন ছবি পাঠানোর শর্ত চাপানো হয় ৷ এধরনের শর্তে ক্ষুব্ধ ওই তরুণী সংবাদ সংস্থার সামনে বিষয়টি আনেন ৷
তরুণীর কথা শুনে সংবাদ সংস্থার প্রতিনিধি নিজে ঋণগ্রহীতা সেজে ওই সংস্থার সঙ্গে ভাব জানান ৷ তাঁকেও একই প্রস্তাব দেওয়া হয় ৷ সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, চিনের অনলাইন সংস্থাগুলিই এই শর্ত আরোপ করছে ৷
ঋণ নিতে হলে ঋণগ্রহীতাকে কিছু না কিছু মূল্যবান জিনিষ জমা রাখতেই হয় ৷ সেই নিয়মকে নিজের মতো পরিবর্তন করে অন্যরকম মাত্রা দিয়েছে সংস্থাগুলি ৷ ঋণগ্রহীতার উপর এই শর্ত চাপিয়ে কুরুচিকর ব্যবসা খুলে বসেছে সংস্থাগুলি ৷ কারও অনুমতি ভিন্ন তাঁর ব্যক্তিগত ছবি নেটে প্রকাশ করা একধরনের সাইবার অপরাধ ৷ তা সত্ত্বেও এই অপরাধমূলক কাজকেই হাতিয়ার করে কী করে ব্যবসা চালাচ্ছে এধরনের সংস্থাগুলি তা নিয়ে উঠছে প্রশ্ন ৷