আরও পড়ুন Chennai News: ফের বাধ্যতামূলক mask, না পরলেই ৫০০ টাকার জরিমানা
চিনা সোশাল নেটওয়ার্কে কিলু ইভিনিং নিউজ (Qilu Evening News) ভিডিওটি শেয়ার করেছে। ভাইরাল ক্লিপটিতে হতাশ বাবাকে কাঁদতে দেখা যাচ্ছে। তিনি তাঁর টি-শার্টের হাতা দিয়ে চোখের জল মুছছেন। চোখের জল বাঁধ না মানলে তিনি তোয়ালে ধরেন। ওই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, “আমি আর কিছু করার নেই। আমার সব প্রচেষ্টা জলে গিয়েছে। ছেলে নিজে যা পারে করুক। নিজে লড়াই করুক।” ওই ব্যক্তি যখন কাঁদছিলেন তখন তাঁর স্ত্রীকে হাসতে শোনা গিয়েছে।
advertisement
খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি চিনের (China) ঝেংঝু শহরের (Zhengzhou City) বাসিন্দা। ছেলেকে অঙ্কে পাকাপোক্ত করতে মধ্যরাত পর্যন্ত জেগে থাকতেন। জানা গিয়েছে, তাঁর পড়ানোর আগে ছেলে অঙ্কে ৪০ থেকে ৫০ নম্বর পেত। তবে বাবার কাছে অঙ্কের টিউশন নেওয়ার পর ছেলে মাত্র ৬ পায়।
ভিডিওটি সোশাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ ওই ব্যক্তির প্রতি সহানুভূতি প্রকাশ করেছে। অনেকে আবার ছেলেটিরও পাশে দাঁড়িয়েছেন। কারণ, অনেকেই মনে করছেন যে বাবাই ছেলেকে ঠিক করে অঙ্ক শেখাতে পারেননি।