TRENDING:

Xi Jingping on Venezuela: মাদুরো অপহরণ নিয়ে মুখ খুললেন জিনপিং-ও! ভেনেজুয়েলার তেলের সবচেয়ে বড় খরিদ্দার...আমেরিকাকে বার্তা চিনের

Last Updated:

প্রসঙ্গত, ভেনেজুয়েলার পূর্বতন প্রেসিডেন্ট উগো চাভজের সময় থেকেই চিন এবং ভেনেজুয়েলা দু’দেশের মধ্যে সুসম্পর্কের ধারা চলে আসছে৷ এ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেজিং: একের পর এক। ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পরে বারবার এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে দেখা যাচ্ছে মাদুরোর ভেনেজুয়েলার বন্ধু রাষ্ট্র চিনকে৷ মাদুরোর গ্রেফতারির খবর প্রকাশ্যে আসার পরেই তাঁকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছিল চিনের প্রশাসন৷ এবার এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং৷
News18
News18
advertisement

সোমবার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠক শেষে আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্প্রতিকতম অস্থিরতা প্রসঙ্গে মন্তব্য করেন জিনপিং৷ বলেন, ‘‘প্রত্যেকটা দেশেরই উচিত যে কোনও দেশের মানুষের বেছে নেওয়া স্বাধীন নিজস্ব উন্নয়নের পদ্ধতিকে সম্মান করা৷ সেটাই নীতি, সেটাই আন্তর্জাতিক আইন বলে৷ এবং বিশেষ করে ক্ষমতাশীল দেশগুলির উচিত এ বিষয়ে নেতৃত্ব দেওয়া৷’’

আরও পড়ুন : হার মানায় ছায়াছবির চিত্রনাট্যকেও, ভেনেজুয়েলার মাদুরোকে ধরার জন্য মার্কিন অভিযান কীভাবে চলেছিল?

advertisement

জিনপিংয়ের কথায়, ‘‘বর্তমানে বিশ্ব যে ধরনের পরিবর্তন এবং অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, তা এক শতাব্দীতেও দেখা যায়নি। একতরফা আধিপত্যবাদ আন্তর্জাতিক শৃঙ্খলাকে ক্ষতিগ্রস্ত করছে।’’ যদিও নিজের বক্তব্যে কোথাও আমেরিকার নাম উল্লেখ করেননি জিনপিং৷

প্রসঙ্গত, ভেনেজুয়েলার পূর্বতন প্রেসিডেন্ট উগো চাভজের সময় থেকেই চিন এবং ভেনেজুয়েলা দু’দেশের মধ্যে সুসম্পর্কের ধারা চলে আসছে৷ এমনকি, ভেনেজুয়েলার বিরাট তৈল ভাণ্ডারের সবচেয়ে বড় ক্রেতা চিন৷ মাদুরোর সরকারের পতন বেজিংয়ের কাছে একটা বড় ধাক্কা বলে মনে করছে আন্তর্জাতিক মহল৷ কারণ, মাদুরোর আমলেই সঙ্গে একাধিক ক্ষেত্রের একাধিক খাতে চিনা বিনিয়োগ বেড়েছে৷ ভেনেজুয়েলার সবচেয়ে বড় বিনিয়োগকারী চিনই৷ ধার দেওয়ার ক্ষেত্রেও চিনই প্রথম স্থানে৷

advertisement

মাদুরোর অপরহরণের পরই বেজিং ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মাদুরো এবং তাঁর স্ত্রীয়ের দ্রুত মুক্তি দাবি করেছিল৷ বলেছিল, ‘‘কোনও দেশের বিরুদ্ধে আমেরিকার এই ধরনের বলপ্রয়োগের ঘটনার তীব্র নিন্দা করে চিন৷’’

আরও পড়ুন : ‘খুব সাবধান’, মাদুরোকে বন্দি করেই পাদ্রোকে হুমকি! এবার কলম্বিয়ার প্রেসিডেন্টকে হুঁশিয়ারি ট্রাম্পের

সোমবার আদালতে হাজির করা হতে পারে ভেনেজ়ুয়েলার অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। ম্যানহাটনের এক আদালতের মুখপাত্র জানিয়েছেন, মাদুরো এবং তাঁর স্ত্রীকে সোমবার ফেডারেল ম্যানহাটন আদালতে হাজির করানোর কথা রয়েছে। স্থানীয় সময় দুপুর ১২:০০টা নাগাদ ছিল শুনানি শুরু হওয়ার কথা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অভাবে বন্ধ হয়েছিল নিজের পড়াশোনা, এখন কয়েক হাজার পড়ুয়ার ভাগ্য গড়ছেন এই শিক্ষক!
আরও দেখুন

শনিবার সকালে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট করা একটি ছবিতে হাতকড়া পরা, ধূসর সোয়েটপ্যান্ট পরা এবং কালো চশমা পরা মাদুরোকে মার্কিন হেফাজতে দেখা যায়। আমেরিকার তরফে জানানো হয়, মাদুরো এবং তাঁর স্ত্রী দেশ থেকে বিতাড়িত হওয়ার আগে মার্কিন সামরিক কর্মীদের কাছে আত্মসমর্পণ করেছিলেন। মাদুরো এবং ফ্লোরেসকে ইউএসএস ইও জিমায় রাখা হয়েছিল, যা গুয়ান্তানামো বেতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে থামে, পরিকল্পনার সঙ্গে পরিচিত দুটি সূত্র সিএনএনকে জানিয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অভিযানের প্রস্তুতি শুরু হয়েছিল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Xi Jingping on Venezuela: মাদুরো অপহরণ নিয়ে মুখ খুললেন জিনপিং-ও! ভেনেজুয়েলার তেলের সবচেয়ে বড় খরিদ্দার...আমেরিকাকে বার্তা চিনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল