TRENDING:

ইউহানের হাসপাতালে আর একজনও করোনা রোগী নেই, জানাল চিন

Last Updated:

ইউহানকে করোনা মুক্তি দিলেও আজ সারা বিশ্বে আক্রান্ত ২৮ লক্ষ ৯৬ হাজার ৭৪৬ জন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেজিং: করোনার আঁতুড়ঘর ইউহান সম্পূর্ণ করোনামুক্ত। হাসপাতালে ভর্তি নেই কোনও করোনা রোগী। রবিবর এমনটাই বিবৃতি দিয়ে জানাল চিন।
advertisement

১১ কোটি মানুষের বাস চিনের শিল্পশহর ইউহানে। এখানেই প্ৰথম করোনার সংক্রমণ ছড়ায়। সরকারি হিসেবে ক্রমে আক্রান্ত হন ৪৬হাজার ৪৫২ জন মানুষ। মৃত্যু হয় ৩হাজার ৮৬৯ জনের। সমলোচকরা অবশ্য দাবি করেন তথ্য গায়েব করেছে চিন। আদতে মৃতের সংখ্যা অনেক বেশি।

মার্চ থেকেই ইউহানের করোনার ছবিটা ধীরে ধীরে বদলাতে থাকে। খুলে দেওয়া হয় জিম, স্টেডিয়াম। এই জায়গাগুলিকেই একসময় অস্থায়ী হাসপাতাল হিসেবে ব্যবহার করা হচ্ছিল ৮ এপ্রিল সরকারি বিবৃতি দিয়ে লকডাউন তুলে দেওয়া হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শুক্রবার চিনের স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, করোনায় গুরুতর অসুস্থ মাত্র একজন। শনিবারও তাঁরা জানিয়েছিল ১২ জন আক্রান্ত রয়েছেন হাসপাতালে। রবিবার এদের সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে। ইউহানকে করোনা মুক্তি দিলেও আজ সারা বিশ্বে আক্রান্ত ২৮ লক্ষ ৯৬ হাজার ৭৪৬ জন।

বাংলা খবর/ খবর/বিদেশ/
ইউহানের হাসপাতালে আর একজনও করোনা রোগী নেই, জানাল চিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল