১১ কোটি মানুষের বাস চিনের শিল্পশহর ইউহানে। এখানেই প্ৰথম করোনার সংক্রমণ ছড়ায়। সরকারি হিসেবে ক্রমে আক্রান্ত হন ৪৬হাজার ৪৫২ জন মানুষ। মৃত্যু হয় ৩হাজার ৮৬৯ জনের। সমলোচকরা অবশ্য দাবি করেন তথ্য গায়েব করেছে চিন। আদতে মৃতের সংখ্যা অনেক বেশি।
মার্চ থেকেই ইউহানের করোনার ছবিটা ধীরে ধীরে বদলাতে থাকে। খুলে দেওয়া হয় জিম, স্টেডিয়াম। এই জায়গাগুলিকেই একসময় অস্থায়ী হাসপাতাল হিসেবে ব্যবহার করা হচ্ছিল ৮ এপ্রিল সরকারি বিবৃতি দিয়ে লকডাউন তুলে দেওয়া হয়।
advertisement
শুক্রবার চিনের স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, করোনায় গুরুতর অসুস্থ মাত্র একজন। শনিবারও তাঁরা জানিয়েছিল ১২ জন আক্রান্ত রয়েছেন হাসপাতালে। রবিবার এদের সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে। ইউহানকে করোনা মুক্তি দিলেও আজ সারা বিশ্বে আক্রান্ত ২৮ লক্ষ ৯৬ হাজার ৭৪৬ জন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 26, 2020 7:49 PM IST