TRENDING:

ফাওয়াদ খান ফ্লপ, বিশ্বের মেয়েরা ফিদা ‘হট পাকিস্তানি’ চা-ওয়ালাতেই !

Last Updated:

নীল সমু্দ্রের মতো গভীর চোখ ৷ চাউনিতে মাত করতে পারে হৃদয় ৷ একটু হেসে কথা বললেই, লুটিয়ে পড়বে যে কেউ-ই ৷ না নতুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লাহোর: নীল সমু্দ্রের মতো গভীর চোখ ৷ চাউনিতে মাত করতে পারে হৃদয় ৷ একটু হেসে কথা বললেই, লুটিয়ে পড়বে যে কেউ-ই ৷ না নতুন কোনও হিরো নয় ৷ বরং রাস্তার মোড়ের এক চা বিক্রেতা ! আর এই চা বিক্রেতাকে নিয়েই গোটা বিশ্বে এখন উত্তেজনার পারদ তুঙ্গে৷ ট্যুইটার, ফেসবুকের দয়ায়, গোচা বিশ্বের নানা বয়সি মেয়েদের প্রোফাইলে অবলীলায় ঘুরে বেড়াচ্ছেন ‘পাকিস্তানি হট চাওয়ালা’ !
advertisement

করণ জোহর পরিচালিত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ফাওয়াদ খান থাকায় গোটা দেশে বচসা তুঙ্গে ৷ দেশের বহু মেয়েরাই এতে দুঃখিত ৷ কিন্তু সেই ফাওয়াদ খান এখন পুরনো ৷ বরং দেশের মেয়ে, থুড়ি গোটা বিশ্বের মেয়েদের মনে এন্ট্রি নিয়ে ফেলেছে পাকিস্তানের এই নীল চোখের চা-ওয়ালা ৷

advertisement

পাকিস্তানের এই চা বিক্রেতার নাম অরসদ খান ৷ কিন্তু অরসদ নামে আজকাল কেউ-ই তাকে চিনছে না ৷ গোটা বিশ্বে তাঁর নাম ‘হট চাওয়ালা’ !

উরি হামলা, সার্জিক্যাল স্ট্রাইকের জেরে ভারত-পাকিস্তান সম্পর্কে এখন টানাপোড়েন ৷ তারই মাঝে পেশোয়ারের এই চাওয়ালা টপকে পড়েছেন ট্যুইটার ও ফেসবুকে ৷ শুধু পাকিস্তানি মেয়েরাই নয়, ভারতের মেয়েরাও ফ্যান হয়ে গিয়েছে অরসদের৷ এমনকী, গোটা বিশ্বের মেয়েরাই এখন পাগল এই চাওয়ালার পিছনে ৷

advertisement

জনপ্রিয় হওয়ার শুরুটা হল, এক ফোটোগ্রাফারের দৌলতে ৷ তিনিই পাকিস্তান ভ্রমণে গিয়ে ছবি তুলেছিলেন এই চাওয়ালার ৷ আর টুক করে আপলোড করেছিলেন ইনস্টাগ্রামে ৷ ব্যস, তারপরই সোশ্যাল নেটওয়ার্কিংয়ের প্যাঁচে পড়ে গরম চা বিক্রেতা থেকে ‘হট’ লেডিকিলার৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তবে যাকে নিয়ে এত উন্মাদনা, সেই অরসদ কিন্তু জানেনই না, ঘটনা আসলে কী ঘটছে৷ এক টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে অরসদ বলেন, ‘ট্যুইটার, ফেসবুক এসব সম্পর্কে আমার ধারণা নেই ৷ আমি তো শুধুই চা বিক্রি করি ৷ ’ আর যার হাত দিয়ে পপুলার হয়ে উঠেছেন এই চাওয়ালা, সেই ফোটোগ্রাফার জিয়া আলি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘কয়েকদিন আগে আমি ইসলামাবাদের ইয়াওয়ার বাজার অঞ্চলে এই ছবিটা তুলি ৷ তারপর ইনস্টাগ্রামে পোস্টও করি ৷ হঠাৎ করে এই চাওয়ালা ভাইরাল হয়ে পড়ে !’

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
ফাওয়াদ খান ফ্লপ, বিশ্বের মেয়েরা ফিদা ‘হট পাকিস্তানি’ চা-ওয়ালাতেই !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল