নয়াদিল্লি: আমেরিকার চাপে নয়, ভারতীয় নাগরিকদের স্থায়ী নির্দিষ্ট মূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করাই ভারতের আমদানি বাণিজ্যের মূল নীতি৷ ডোনাল্ড ট্রাম্পের বড় দাবির পরে বিবৃতি প্রকাশ করে জানাল ভারতের বিদেশমন্ত্রক৷
ট্রাম্পের দাবির প্রেক্ষিতে ভারতীয় বিদেশমন্ত্রক প্রতিক্রিয়া জানিয়েছে, ‘‘ভারত তেল ও গ্যাসের একটি উল্লেখযোগ্য আমদানিকারক। জ্বালানি বাজারের এই অস্থির পরিস্থিতিতে ভারতীয় গ্রাহকদের স্বার্থ রক্ষা করা আমাদের ধারাবাহিক অগ্রাধিকার। আমাদের আমদানি নীতিগুলি সম্পূর্ণরূপে এই উদ্দেশ্য দ্বারা পরিচালিত৷’’
advertisement
ভারতের জ্বালানি নীতির দু’টি লক্ষ্য সম্পর্কে আরও বিস্তারিতভাবে বলতে গিয়ে ভারত সরকারের তরফে বলা হয়েছে যে, তাদের অগ্রাধিকার হল স্থিতিশীল জ্বালানির দাম এবং সরবরাহ নিশ্চিত করা। বিবৃতিতে জানানো হয়েছে, “এর মধ্যে রয়েছে আমাদের জ্বালানি উৎসের বিস্তৃত ভিত্তি তৈরি করা এবং বাজারের পরিস্থিতি পূরণের জন্য যথাযথভাবে বৈচিত্র্য আনা৷”
বিবৃতিতে বলা হয়েছে, “মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে বলতে গেল, আমরা বহু বছর ধরে আমাদের জ্বালানি ক্রয় সম্প্রসারণের চেষ্টা করে আসছি। গত দশকে এটি ধারাবাহিকভাবে এগিয়েছে। বর্তমান প্রশাসন ভারতের সাথে জ্বালানি সহযোগিতা আরও গভীর করার আগ্রহ দেখিয়েছে। আলোচনা চলছে৷”
সম্প্রতি আমেরিকার দূত সের্গিও গর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ সম্পর্কে ট্রাম্প বলেন, ‘‘আমার মনে হয় ওদের মধ্যে খুব ভাল কথাবার্তা হয়েছে৷ মোদি অত্যন্ত ভাল মানুষ৷ সার্গিও আমায় জানিয়েছে যে মোদি ট্রাম্পকে ভালবাসেন৷ আমি বহু বছর ধরে ভারতকে দেখে আসছি৷ অসাধারণ একটা দেশ, প্রত্যেক বছর আপনি দেখবেন একজন করে নতুন নেতা থাকে৷ কেউ কেউ তো আবার কয়েক মাসও থাকে৷ আমার বন্ধু (মোদি) বছরের পর বছর ধরে (ক্ষমতায়) রয়েছেন৷ উনি আমায় আশ্বস্ত করেছেন যে, রাশিয়ার থেকে তাঁরা আর কোনও তেল কিনবেন না৷ তবে উনি এখনই সেটা করতে পারছেন না৷’’