আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি-র শাখা ডব্লুএক্সওয়াইজেড-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, মার্কিণ যুক্তরাষ্ট্রের বাসিন্দা এক মহিলা এই অভিযোগ এনেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সেই মহিলা জানিয়েছেন, কয়েকদিন আগে তিনি গাড়ি চালাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিল স্যামসং গ্যালাক্সি এস ৪ এবং গ্যালাক্সি এস ৮ দুটি মোবাইল।
মহিলার বক্তব্য, দুটি ফোনের একটিতে আচমকাই আগুন জ্বলে ওঠে। তারপর পাশের ফোনটাতেও আগুন ধরে যায়। সেখান থেকে গোটা গাড়িতে ছড়িয়ে পড়ে আগুন । চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় গোটা গাড়ি ।
advertisement
স্যামসং-এর তরফে একটি তদন্তকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। স্যামসং-এর মুখপাত্র জানান, তদন্ত চলছে।
এরআগে গতবছর স্যামসং-এর গ্যালাক্সি নোট ৭ ফোনটি নিয়ে বেশকিছু অভিযোগ উঠে এসেছিল। মোবাইল ফেটে আগুন ধরে যাওয়ার ঘটনাও সামনে আসে। বেশ কিছু বিমান পরিবহণ সংস্থাও ফোনটি নিষিদ্ধ করে দেয়।
তবে, গাড়িতে আগুন লেগে যাওয়ার ঘটনায় মহিলা কোনও অভিযোগ দায়ের করেননি।