TRENDING:

Buzz Aldrin Fourth Wedding: ৯৩ তম জন্মদিনে চতুর্থবার বিয়ে করলেন দ্বিতীয় মানুষ হিসেবে চাঁদে পা রাখা এডউইন বাজ অলড্রিন

Last Updated:

Buzz Aldrin Fourth Wedding: প্রসঙ্গত চাঁদের মাটিতে নীল আর্মস্ট্রংয়ের প্রথম বার পা রাখার কিছু ক্ষণ পরই বিরল অভিজ্ঞতার সাক্ষী হন বাজ অলড্রিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
৯৩ তম জন্মদিনে দীর্ঘদিনের প্রেমিকা ডক্টর অ্যাঙ্কা ফোরকে বিয়ে করলেন প্রাক্তন মহাকাশচারী বাজ অলড্রিন। ১৯৬৯ সালে অ্যাপোলো ১১ মিশনের চন্দ্রাভিযানের অন্যতম এই মহাকাশচারী শুভেচ্ছা স্রোতে ভেসে গিয়েছেন সামাজিক মাধ্যমে। প্রসঙ্গত চাঁদের মাটিতে নীল আর্মস্ট্রংয়ের প্রথম বার পা রাখার কিছু ক্ষণ পরই বিরল অভিজ্ঞতার সাক্ষী হন বাজ অলড্রিন।
advertisement

চন্দ্রাভিযানের অন্যতম শরিক অলড্রিন ট্যুইটারে লেখেন, "আমার ৯৩ তম জন্মদিন এবং যে দিনে আমি অ্যাভিয়েশনের জীবন্ত কিংবদন্তি হিসেবে সম্মানিত হলাম, সেদিনই দীর্ঘদিনের প্রেমিকা ডক্টর অ্যাঙ্কা ফোরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমি খুব খুশি। লস অ্যাঞ্জেলসে ছোট ব্যক্তিগত অনুষ্ঠানে আমরা বিয়ে করি। পালিয়ে যাওয়া কিশোর কিশোরীদের মতো আমরা দুজনও রোমাঞ্চিত।" একই সঙ্গে জন্মদিন ও বিয়ের শুভেচ্ছা পেয়ে অলড্রিন নাকি 'ওভার দ্য মুন'। চলছে এরকম রসিকতাও। এর আগে আরও তিন বার বিয়ে করেছেন অলড্রিন। কিন্তু কোনও বিয়েই স্থায়ী হয়নি। শেষ পর্যন্ত পরিণতি হয়েছে ডিভোর্স।

advertisement

আরও পড়ুন : বিয়ের ৪ বছরেও সন্তান হয়নি, শ্মশানে নিয়ে গিয়ে বধূকে জোর করে মৃত মানুষের হাড়ের গুঁড়ো খাওয়ানো হল

১৯৬৯ সালের ২০ জুলাই মানবসভ্যতার ইতিহাসে ঐতিহাসিক দিন। সে দিনই প্রথমবার চাঁদের মাটিতে মানুষের পা পড়ে। প্রথমে নীল আর্মস্ট্রং এবং তার পরে এডুইন বাজ অলড্রিন স্পর্শ করেন চন্দ্রভূমি। ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় আচরণ হোলি কমিউনিয়ন চাঁদের মাটিতে পালন করেন অলড্রিন। তবে এই তথ্য দীর্ঘ দিন তাঁরা গোপন রেখেছিলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চন্দ্রবিজয়ের ৫০ তম বার্ষিকীতে এ কথা প্রকাশ করেন অলড্রিন। জানান, তাঁর মনে হয়েছিল এরকম এক কৃতিত্বের পর ঈশ্বরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো উচিত।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Buzz Aldrin Fourth Wedding: ৯৩ তম জন্মদিনে চতুর্থবার বিয়ে করলেন দ্বিতীয় মানুষ হিসেবে চাঁদে পা রাখা এডউইন বাজ অলড্রিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল