যদিও সৌদি আরব এবং ইজরায়েলের মতো বিশ্বের পর্যটনের প্রাণকেন্দ্রের মধ্যবর্তীস্থলেই অবস্থান এই দেশের। তবে জর্ডন কিন্তু বিশ্বের সবথেকে নিরাপদ দেশ। এর সঙ্গে পশ্চিম এশিয়ার রঙিন আকর্ষণ তো রয়েছেই। পর্যটকরা এখানে পেয়ে যাবেন শপিংয়ের দুর্দান্ত সুবিধা। রঙবেরঙের হস্তশিল্পের বিপুল সম্ভার। সেই সঙ্গে রয়েছে বালুকা শিল্পও। এছাড়া জর্ডনের কফির স্বাদের সুনাম তো বিশ্বজোড়া। আপেল ফ্লেভারের তামাকের সঙ্গে শিশা অথবা হুক্কাও এখানে দারুণ জনপ্রিয়।
advertisement
আরও পড়ুন-সাত বছর ধরে অন্তঃস্বত্ত্বা এই মহিলা! দশম সন্তান আসবে আগামী ফেব্রুয়ারিতে
এ তো নাহয় গেল আকর্ষণীয় বিষয়গুলি। এবার খরচাপাতি কিংবা ঘোরার পরিকল্পনার বিষয়ে কথা বলা যাক। মুম্বই থেকে আম্মানের এয়ার আরবিয়ার ইকোনমি রিটার্ন বিমান ভাড়া শুরু হচ্ছে ৩৮, ০০০ টাকা থেকে। জর্ডনের রাজধানী আম্মান থেকেই ভ্রমণের পরিকল্পনা তৈরি করাই ভাল। এই শহরে কাটাতে হবে দুটো রাত। এই আম্মান আসলে ছিল ফিলাডেলফিয়া। ডেকাপলিস শহরের মধ্যে অন্যতম। কিংবা বলা ভাল, যে ১০টি শহর থেকে রোম তার আরবীয় প্রদেশগুলিকে পরিচালনা করত, সেটাই হল ডেকাপলিস। বর্তমানে আম্মান আধুনিক আরবীয় শহর হয়ে উঠেছে।
এই প্রাচীন শহরের প্রাণকেন্দ্রে রয়েছে জবল আল কালা। এই অতিপ্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ থেকেই মিলবে শহরের দুর্দান্ত ঝলক। এর পাশাপাশি এখানে রয়েছে রোমান থিয়েটারও। যেখানে ৬০০০ মানুষ বসতে পারবেন। এভাবে মোটামুটি এক সপ্তাহের মধ্যেই ঘুরে নেওয়া যাবে গোটা দেশটাই। আর সবথেকে সুবিধাজনক বিষয় হচ্ছে, ভারতীয় পর্যটকদের জন্য এখানে রয়েছে ভিসা অন অ্যারাইভ্যালের সুবিধাও।