সেই ছবিতেই ধরা পড়ে, গাড়ির পিছনের আসনে বসে থাকার সময় সিট বেল্ট পরেননি তিনি। যে ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পুলিশের নজরে আসে। তার পরেই দেশের প্রধানমন্ত্রী মোটা জরিমানা করে নোটিস ধরায় ল্য়াঙ্কেশায়ার পুলিশ।
আরও পড়ুন: প্রায় বিক্রির মুখে পাকিস্তান ! শীঘ্রই শ্রীলঙ্কার অবস্থা হবে বলছেন ইমরান খান
advertisement
সুনক অবশ্য় তাঁর বিরুদ্ধে ওঠা নিয়মভঙ্গের অভিযোগ মেনে নিয়েছেন। ভুলের জন্য় ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি।
ইংল্য়ান্ডে সিট বেল্ট না পরলে ১০০ পাউন্ড জরিমানা করতে পারে পুলিশ। ২৮ দিনের মধ্য়ে এই জরিমানা মিটিয়ে দিতে হয়। বিষয়টি আদালতে গড়ালে জরিমানার অঙ্ক বেড়ে ৫০০ পাউন্ড হতে পারে।
আরও পড়ুন: দু'দশকের সমস্ত শীতের চুরমার! -৬৩ ডিগ্রি তাপমাত্রায় প্রাণভ্রমরা বেরিয়ে যাওয়ার মত অবস্থা
ঋষি সুনককে জরিমানা করার বিষয়টি বিবৃতি দিয়ে জানিয়েছে ল্য়াঙ্কেশায়ার পুলিশ। পুলিশের পক্ষ থেকে বিবৃতিতে লেখা হয়, 'সমাজ মাধ্য়মে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছিল, ল্য়াঙ্কেশায়ারে একটি চলন্ত গাড়িতে লন্ডনের বাসিন্দা ৪২ বছর বয়সি এক ব্য়ক্তি সিট বেল্ট না পরেই বসে রয়েছেন। এরই ভিত্তিতে সংশ্লিষ্ট ব্য়ক্তিকে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট জরিমানার প্রস্তাব দেওয়া হয়েছে।'
তবে এই প্রথম নয়। এর আগেও একবার গত এপ্রিল মাসে কোভিড বিধি ভঙ্গের অভিযোগে ঋষি সুনক, প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন এবং তাঁর স্ত্রীকে জরিমানা করেছিল পুলিশ। ২০২০ল সালের জুন মাসে তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্মদিনের পার্টিতে এই বিধিভঙ্গের অভিযোগ উঠেছিল।