TRENDING:

London Station Bangla Controversy: লন্ডনের স্টেশনের নাম কেন বাংলায় লেখা? বাংলাদেশিদের নিশানা ব্রিটিশ সাংসদের, সমর্থন ইলন মাস্কের

Last Updated:

হোয়াইট চ্যাপেল স্টেশন নিয়ে এই পোস্ট করার পরই মূলত ব্রিটেনে বাংলাদেশি সহ অন্যান্য অনুপ্রবেশকারীদের নিয়ে নিজের অসন্তোষের কথা জানান লো৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন: বাংলাদেশিদের সম্মানে লন্ডনের হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম ইংরেজির পাশাপাশি লেখা হয়েছিল বাংলাতেও৷ এবার ব্রিটিশ সরকারের সেই সিদ্ধান্ত নিয়েই সরব হলেন ব্রিটিশ সাংসদ রুপার্ট লো৷ ব্রিটিশ সাংসদের এই দাবিকে সমর্থন জানিয়েছেন টেসলা সিইও ইলন মাস্কও৷
লন্ডনের হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম বাংলা লেখা নিয়ে বিতর্ক৷
লন্ডনের হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম বাংলা লেখা নিয়ে বিতর্ক৷
advertisement

শুধু তাই নয়, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেখানো পথেই বাংলাদেশি সহ অন্য দেশের অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর দাবিতেও সরব হয়েছেন ব্রিটিশ সাংসদ লো৷ বাংলাদেশিরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটাচ্ছেন, এই অভিযোগ তুলেই হোয়াইটচ্যাপেল স্টেশন থেকে বাংলা ভাষা সরানোর দাবি তুলেছেন লো৷

রবিবার ব্রিটিশ সাংসদ রুপার্ট লো নিজের এক্স হ্যান্ডেলে হোয়াইটচ্যাপেল স্টেশনের ছবি দিয়ে লেখেন, ‘এটা লন্ডন৷ এখানে স্টেশনের নাম এক এবং একমাত্র ইংরেজিতেই লেখা উচিত৷’ লো-র এই পোস্টের পরই বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে তুমুল শোরগোল শুরু হয়৷ বহু ব্রিটিশ নাগরিক সাংসদের এই দাবিতে সমর্থন জানান৷ টেসলার সিইও ইলন মাস্কও ব্রিটিশ সাংসদের এই দাবিকে সমর্থন জানিয়েছেন ওই পোস্টে রিপ্লাই করেছেন৷

advertisement

আরও পড়ুন: বনকর্মীর উপরে ঝাঁপিয়ে পড়ল রয়্যাল বেঙ্গল, কামড়ে ধরল মাথা! মৈপীঠে বাঘে-মানুষে তুমুল লড়াই

হোয়াইট চ্যাপেল স্টেশন নিয়ে এই পোস্ট করার পরই মূলত ব্রিটেনে বাংলাদেশি সহ অন্যান্য অনুপ্রবেশকারীদের নিয়ে নিজের অসন্তোষের কথা জানান লো৷ একের পর এক পোস্টে তিনি প্রশ্ন করেন, কেন ব্রিটিশ করদাতাদের টাকায় অন্যান্য দেশের অনুপ্রবেশকারীদের আশ্রয়, অনুদানের খরচ মেটানো হবে? ট্রাম্পের দেখানো পথেই অনুপ্রবেশকারীদের বিমানে তুলে পত্রপাঠ ফেরত পাঠানোরও দাবি তিনি৷

advertisement

যেহেতু ব্রিটেনের মধ্যে হোয়াইট চ্যাপেল এলাকাতেই সবথেকে বেশি সংখ্যক বাংলাদেশি বসবাস করেন, তাই তাঁদের সম্মানেই ওই স্টেশনের নাম ইংরেজির পাশাপাশি বাংলাতেও লেখা হয়৷

advertisement

এক্স হ্যান্ডেলে ব্রিটিশ সাংসদ লিখেছেন, ‘অনিয়ন্ত্রিত গণ অনুপ্রবেশের কারণে ব্রিটেনের মহিলা এবং মেয়েদের কতটা ঝুঁকির মুখে ফেলে দেওয়া হচ্ছে, আমি সেই সিদ্ধান্তের পুনর্বিবেচনা চাই৷ আমরা এমন কিছু সংস্কৃতিতে বেড়ে ওঠা পুরুষদের স্বাগত জানাচ্ছি, যেখানে মহিলাদের প্রতি কোনও শ্রদ্ধাই নেই৷’

সেরা ভিডিও

আরও দেখুন
অসুস্থতা ভাঙতে পারেনি মনোবল! ট্রাই সাইকেলে ঘুরে ছোলা ভাজা বিক্রি করেন বৃদ্ধ
আরও দেখুন

তিনি আরও লিখেছেন, ‘বেআইনি অনুপ্রবেশকারীদের কেন আমরা যত্ন করে হোটেলে রাখব, শরণার্থী তকমা দিয়ে ব্রিটিশ করদাতার টাকায় জীবন চালানোর জন্য অনুদানের ব্যবস্থা করে দেব? তার থেকে এদের বাড়ি পাঠিয়ে দেওয়া ভাল৷ এটাই একমাত্র উপায়৷ তাহলেই শরণার্থী বোঝাই নৌকা ব্রিটেনে আসা বন্ধ হয়ে যাবে৷’

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
London Station Bangla Controversy: লন্ডনের স্টেশনের নাম কেন বাংলায় লেখা? বাংলাদেশিদের নিশানা ব্রিটিশ সাংসদের, সমর্থন ইলন মাস্কের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল