তরুণীর ডাক্তার তুলিও জর্জ ফ্র্যাঙ্কো জানিয়েছেন এই বিরল ঘটনাও সম্ভব, যখন একই মায়ের দুটি ডিম্বাণু দুই আলাদা আলাদা পুরুষের শুক্রাণুতে নিষিক্ত হয়। এই বিরল ঘটনায় একই দিনে দু’বার যৌন সঙ্গমে দুটি গর্ভধারণ হয়। এ ক্ষেত্রে নবজাতকরা মায়ের জিনগত উপাদান বহন করে। কিন্তু আলাদা প্ল্যাসেন্টায় বৃদ্ধি পায়। ডাক্তার এও জানান প্রতি মিলিয়নে একটি ক্ষেত্রে এরকম ঘটতে পারে। তাঁর ধারণা, তিনি নিজে হয়তো এরকম ঘটনা আর দেখতে পাবেন না।
advertisement
আরও পড়ুন : পাত্রী পাকিস্তানি পাঠান, আবার বিয়ে করেছেন দাউদ ইব্রাহিম, এনআইএ-কে জানালেন তাঁর ভাগ্নে
অন্যদিকে এ ধরনের ঘটনা প্রকাশ্যেও খুব একটা আসে না। একমাত্র, কোনও নিকটজন যদি সন্দেহ প্রকাশ করেন, তাহলে ডিএনএ টেস্ট করার বন্দোবস্ত করা হয়। মানুষের ক্ষেত্রে বিরলতমের মধ্যে বিরলতম হলেও পশুপ্রাণীদের মধ্যে এই ঘটনা খুবই স্বাভাবিক। এক বছরে সারা বিশ্বে হয়তো মোট ২০ টি হেটেরোপেটারনাল সুপারফেকান্ডেশন-এর ঘটনা মানুষের ক্ষেত্রে জানা যায়।
ব্রাজিলের ওই তরুণীর নবজাতকদের বয়স ১৬ মাস। তবে ডাক্তার এই ঘটনার কথা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন। দুই নবজাতককে একজন বাবা-ই দেখাশোনা করছেন। মানসিক ভরসা দিচ্ছেন যমজ সন্তানদের মাকে।