তালিবানদের সাহায্য করার জন্য গতকাল, মঙ্গলবার কাবুলের রাস্তায় পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন বেশ কিছু অফগান মহিলা৷ কাবুলের পাকিস্তান দূতাবাসের সামনে এই বিক্ষোভ বিক্ষোভ চলছিল৷ খবর পেয়েই বিক্ষোভ থামাতে সেখানে হাজির হয় তালিবানদের সশস্ত্র বাহিনীর একটি দল৷ বিক্ষোভকারীদের চুপ করাতে ভয় দেখাতে শুরু করে তারা৷
তখনই হিজাব পরিহিত এক মহিলা বিক্ষোভকারীর দিকে বন্দুক তাক করে এক তালিবান যোদ্ধা৷ ছবিতেই স্পষ্ট, বন্দুকের সামনে বিন্দুমাত্র ভয় না পেয়ে নিজের জায়গাতেই দাঁড়িয়ে থাকেন ওই মহিলা৷ চোখে রোদচশমা পরা থাকলেও নিস্পৃহ ভঙ্গিতে সরাসরি ওই বন্দুকধারী তালিবানের দিকে তাকিয়ে ছিলেন তিনি৷ সাহসী ওই আফগান মহিলার ছবি দ্রুত সোশ্যাল মিডিয়ার দৌলতে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে৷
বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, পঞ্জশির দখলে তালিবানদের সাহায্য করেছে পাকিস্তানের বায়ুসেনা৷ পাক দূতাবাসের কাছে জমায়েত করে তারই প্রতিবাদ করেন বেশ কিছু আফগান মহিলা এবং পুরুষ৷ তাঁদের ভয় দেখাতে শূন্যে গুলিও ছোড়ে তালিবান যোদ্ধারা৷ যদিও স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তালিবানদের ভয়ে নিজেদের জায়গা ছেড়ে নড়েননি বিক্ষোভকারীরা৷ সম্ভবত ওই মহিলার সাহসী মানসিকতাই অন্যান্যদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল৷