TRENDING:

ভয়ঙ্কর কাণ্ড! এক লিটার রাম আধ ঘণ্টায়! কিশোরকে নিয়ে যমে-মানুষে টানাটানি

Last Updated:

Rum: মাত্র আধ ঘণ্টায় এক লিটার রাম পান। অতিরিক্ত মদ্যপানের পর কিশোরের ভয়ঙ্কর পরিণতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্যালিফোর্নিয়া: মদ্যপানের পর শরীর অসুস্থ হয় অনেকের। অত্যধিক মদ্যপানের ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়েও মৃত্যুর ঘটনার কথা শোনা যায়। তবে এবার যা হল তা শুনে আপনি অবাক হয়ে যাবেন।
অনেকেই মদ্যপানের সময় চকোলেট বা আইসক্রিম খান। সেগুলিও খাওয়া উচিৎ নয়।
অনেকেই মদ্যপানের সময় চকোলেট বা আইসক্রিম খান। সেগুলিও খাওয়া উচিৎ নয়।
advertisement

কম সময়ের মদ্যে অতিরিক্ত মদ্যপানের ফলে এক কিশোর কোমায় চলে গিয়েছে। সম্প্রতি আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। রাম বা বিয়ার পানের পানের পর শরীর খারাপ, এমনকী মৃত্যুর অনেক খবর পাওয়া যায়। কিন্তু এই ছেলেটি এখন জীবন-মৃত্যুর মাঝে ঝুলে রয়েছে।

আরও পড়ুন- ১২ বছর বয়সে বিয়ে, ৪০ বছর বয়সে ৪৪ জন সন্তানের মা হন এই নারী

advertisement

আধ ঘণ্টায় এক লিটার রাম পান করানো হয়েছিল এক কিশোরকে। ১৯ বছরের সেই ছেলে আপাতত কোমায়। চিকিৎসকরা জানিয়েছে, ওই কিশোর শারীরিক অবস্থা এখন এতটাই খারাপ যে তাঁর বাঁচার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

জানা গিয়েছে, কেউ বা কারা জোর করে তাঁকে মদ্যপান করায়। এর পর ওই কিশোরের শরীরে অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তিনি বেহুঁশ হয়ে যান। শুধু তাই নয়, ছেলেটি অজ্ঞান হয়ে গেলেও তাঁকে সময়মতো হাসপাতালে ভর্তি করা হয়নি।

advertisement

আরও পড়়ুন- ১২ বছর বয়সে বিয়ে, ৪০ বছর বয়সে ৪৪ জন সন্তানের মা হন এই নারী

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

শেষমেশ কিছু মানুষ ওই কিশোরকে রাস্তা থেকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করেন। বিভিন্ন রিপোর্ট হাতে পেয়ে কিশোরের পরিবারের সদস্যরা হতবাক হয়ে যান। রিপোর্ট বলছে, আধ ঘণ্টায় ওই কিশোর ১ লিটার রাম পান করেছিলেন। এদিকে, পরিবারের লোকজনের দাবি, তাঁদের বাড়ির ছেলে মদ্যপান করতেন না। তাঁরা দাবি করেছেন, কেউ বা কারা তাঁকে জোর করে মদ্যপান করিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
ভয়ঙ্কর কাণ্ড! এক লিটার রাম আধ ঘণ্টায়! কিশোরকে নিয়ে যমে-মানুষে টানাটানি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল