আরও পড়ুন: জামাইকার রিসর্টে ২৯ দম্পতির অদ্ভুত ‘বিবস্ত্র’ বিয়ে! বিস্তারিত জানুন
অডিটি সেন্ট্রাল-এর একটি প্রতিবেদনে এই ঘটনার কথা উল্লেখ করা হয়েছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস-এর বাসিন্দা ১২ বছরের এক বালকের দৃষ্টিশক্তি হারানোর ঘটনা সবার জন্য সতর্কবার্তা হতে পারে। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত এই কেস স্টাডিতে বালকের অপুষ্টিজনিত সমস্যার কথা উল্লেখ করা হয়েছে।
advertisement
এই অটিস্টিক বালক কিছু নির্দিষ্ট খাবার ছাড়া কিছুই খেত না। তার খাদ্যতালিকায় কেবল বার্গার, ফ্রাই, র্যাঞ্চ ড্রেসিং, ডোনাট এবং মিষ্টি জুস ছিল। তার বাবা-মা সবজি খাওয়ানোর চেষ্টা করলেও সে তা ফিরিয়ে দিত।
শুরুতে কোনও সমস্যা দেখা না দিলেও, একসময় সকালে ও সন্ধ্যায় তার দৃষ্টিশক্তির সমস্যা দেখা দিতে শুরু করে। তার বাবা-মা যখন সমস্যার গুরুত্ব বুঝতে পারেন, ততক্ষণে তার দৃষ্টিশক্তি কয়েক সপ্তাহের মধ্যেই দ্রুত হ্রাস পেতে থাকে। এক রাতে সে ঘুম থেকে উঠে বলে, সে কিছুই দেখতে পাচ্ছে না।
আরও পড়ুন: গবেষনায় মানুষের আগে ইঁদুরের উপর কেন সবসময় পরীক্ষা করা হয় জানেন?
ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে জানা যায়, অপুষ্টির কারণে তার চোখের স্নায়ুগুলি দুর্বল হয়ে গেছে। চিকিৎসকরা তার অবস্থার উন্নতির জন্য বিভিন্ন সাপ্লিমেন্ট এবং নতুন খাদ্যতালিকা প্রদান করেন, তবে দৃষ্টিশক্তির পুনরুদ্ধার সম্ভব হয়নি। ভিটামিন, সাপ্লিমেন্ট ও সবুজ শাকসবজি কোনওটাই তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারেনি।
বোস্টন চিলড্রেন’স হাসপাতালের চিকিৎসকরা জানান, বালকের এই খাদ্য সীমাবদ্ধতার কারণে তার পুষ্টিকর খাবার গ্রহণ বন্ধ ছিল, যা এই পরিণতির কারণ।