TRENDING:

Bomb Cyclone: দৈত্যের মতো সাগরে পাক খাচ্ছে, কেমন দেখতে বম্ব সাইক্লোন? উপগ্রহে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি

Last Updated:

বম্ব সাইক্লোনের প্রভাব এখনও সেভাবে না পড়লেও উত্তর ক্যালিফোর্নিয়ায় সমুদ্র উত্তাল হতে শুরু করেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্যালিফোর্নিয়া: আমেরিকার ক্যালিফোর্নিয়া এবং তার লাগোয়া প্রদেশগুলির দিকে ধেয়ে আসছে বম্ব সাইক্লোন৷ ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ের জেরে অতি প্রবল বর্ষণে ক্যালিফোর্নিয়া এবং তার সংলগ্ন এলাকাগুলি ভেসে যাওয়ার আশঙ্কা করেছেন আবহবিদরা৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

এই মুহূর্তে আমেরিকার উত্তর পশ্চিম উপকূলের দিকে অবস্থান করছে এই বম্ব সাইক্লোন৷ সমুদ্রের উপরে ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে সে৷ মহাকাশ থেকে এই বম্ব সাইক্লোনকে দেখতে একটি দৈত্যের মতো মনে হচ্ছে৷ অন্তত উপগ্রহ চিত্রে সেরকমই ছবি ধরা পড়েছে৷

আরও পড়ুন: আর মাত্র দু দিন, বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নতুন ঘূর্ণিঝড়! কবে ল্যান্ডফল, জানিয়ে দিল আবহাওয়া দফতর

advertisement

ন্যাশনাল ওসানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রকাশ করা উপগ্রহ চিত্রে বম্ব সাইক্লোনের ভয়ঙ্কর রূপ ধরা পড়েছে৷ আবহবিদরা সতর্ক করে বলেছেন, ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড় নিজের সঙ্গে বায়ুমণ্ডলে নদীর মতো জলরাশি টেনে আনছে৷ ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই তাই প্রবল বৃষ্টি শুরু হবে৷ উপগ্রহ চিত্রে এই প্রক্রিয়ার গোটাটাই ধরা পড়েছে৷

উপগ্রহ চিত্রে ধরা পড়েছে, অন্যান্য ঘূর্ণিঝড়ের মতোই ঘড়ির কাঁটার উল্টোদিকে ঘুরে পাক খেতে খেতে শক্তি সঞ্চয় করছে এই ঘূর্ণিঝড়৷ উপগ্রহ ছবিতে ধরা পড়েছে, প্রশান্ত মহাসাগরের উপরে বিস্তীর্ণ অংশ জুড়ে নিজের প্রভাব বিস্তার করে ফেলেছে বম্ব সাইক্লোন৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বম্ব সাইক্লোনের প্রভাব এখনও সেভাবে না পড়লেও উত্তর ক্যালিফোর্নিয়ায় সমুদ্র উত্তাল হতে শুরু করেছে৷ মঙ্গলবারই সমুদ্রের ঢেউয়ের উচ্চতা ২০ ফুট ছুঁয়েছে৷ যদিও উপকূল থেকে এখনও অনেকটাই দূরে রয়েছে বম্ব সাইক্লোন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Bomb Cyclone: দৈত্যের মতো সাগরে পাক খাচ্ছে, কেমন দেখতে বম্ব সাইক্লোন? উপগ্রহে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল