বাংলাদেশে মৃত্যু মিছিল ৷ ঢাকার হাসপাতালে শোকের ছায়া ৷ বেড়েই চলেছে মৃতের সংখ্যা ৷ গতরাতে আগুন নিভলেও, মৃত্যু কমেনি ৷ আগুনে পুড়ে মৃতদের সংখ্যা বেড়েই চলছে অনবরত ৷ স্বজ্জন হারানো মানুষের কান্নার আওয়াজে গোটা ঢাকা শোকস্তব্ধ ৷ ঢাকা মেডিক্যাল কলেজের সামনে স্বজ্জন হারানো মানুষদের ফোন৷ পরিবারের কাছে ফোন করে দুঃখের সংবাদ পৌঁছে দেওয়া ৷
advertisement
আগুনে পোড়া রাজ্জাক ভবনে ভাইপো এনামুলকে হন্যে হয়ে খুঁজেছেন কাকা তুহিন ৷ তারপর সেখান থেকে সোজা ঢাকা মেডিক্যাল কলেজে ৷ হাসপাতালে এসেই ভাইপো এনামুলকে খুঁজে পেলেন তুহিন ৷ মৃতদেহ দেখে কেঁপে উঠলেন কাকা তুহিন৷ সমানে শুয়ে রয়েছে অগ্নিদগ্ধ এনামুনের দেহ ৷ নিজেকে ধরে রাখতে পারেননি ৷ প্রায় অচৈতন্য হয়ে পড়েন তিনি ৷ জ্ঞান ফিরতেই বাড়িতে ফোন ৷ কান্না জড়ানো গলায়, ‘বাবা এনামুল আর নেই ৷ এনামুলের শরীর আগুনে একেবারে পুড়ে গিয়েছে !’
Input from Prothom Alo