প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে শুক্রবার বাংলাদেশ যাওয়ার আগেই মোদি তাঁর বিবৃতিতে জানিয়েছেন, 'আমি খুশি কারণ করোনা অতিমারির পর আমার প্রথম বিদেশ সফরটিই হচ্ছে বন্ধু প্রতিবেশী দেশে।' এদিন বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়েছেন মোদি। কিন্তু এরপরই মোদি জানিয়েছেন, ওরাকান্দির মতুয়া সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মাটিতেও ঢুকে পড়েছে এপার বাংলার নির্বাচনের আঁচ।
বাংলাদেশ থেকে শান্তনু ঠাকুর বলেছেন, 'ওরাকান্দিতে মন্দিরে প্রার্থনা করব আমরা। আর এতে বাংলাদেশ ও ভারতের মতুয়াদের পরিচিতি আরও বাড়বে। দুদেশের প্রধানমন্ত্রী নিজের দেশের জন্য কাজ করে চলেছেন।' এই মুহূর্তে ওরাকান্দিতেই রয়েছেন শান্তনু।
এবারের বঙ্গ ভোটে মতুয়া সম্প্রদায়ের ভোট কুক্ষিগত করতে তৎপর বিজেপি। লোকসভার সাফল্য ধরে রাখতে তাই বাংলাদেশে গিয়েও মতুয়া মন জয়ের চেষ্টা চালাচ্ছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বিদেশ সফরে কোনও দলীয় সাংসদকে সফরসঙ্গী করেছেন মোদি, এমন নজির খুব কম। অথচ সেই বাংলায় ভোটের মুখেই বাংলাদেশ সফরে তিনি সঙ্গী করেছেন শান্তনুকে।
সূত্রের খবর, নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার মধ্যে কথা হতে পারে এনআরসি নিয়েও। আগে থেকেই নাগরিকত্ব আইনকে ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়’ হিসেবেই উল্লেখ করে এসেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী হাসিনার মন্ত্রকের তরফে অবশ্য হয়েছে, জোর করে কোনও পদক্ষেপ নেওয়া হবে না। বরং বলা হয়েছে যাঁদের বাড়ি বাংলাদেশে, অর্থাৎ অবৈধভাবে ভারতে গিয়ে রয়েছেন যারা, তাঁদের ফিরিয়ে নিতে পারবে তাঁরা।